জার্মানির মিউনিখে ঠিক এক মাস আগে গত ১৪ জুন শুরু হয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসর। আজ স্পেন-ইংল্যান্ড ফাইনালের মধ্য দিয়ে সেই আসরের সমাপ্তি ঘটবে। স্বাগতিক জার্মানি এই ফুটবল আসরকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চেষ্টার ত্রুটি করেনি।
আজ ফাইনাল হবে রাজধানী বার্লিনে অলিম্পিক স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত নয়টায় আর বাংলাদেশ সময় রাত একটায়। স্থানীয় সময় দুপুর থেকেই জার্মান সেনাবাহিনীর বিশেষ টিম বার্লিন পুলিশের সঙ্গে পুরো স্টেডিয়ামে নিরাপত্তা তল্লাশি চালিয়েছে। এ কাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও ব্যবহার করা হয়েছে। স্টেডিয়ামসংলগ্ন এলাকা ও শহরজুড়ে চার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজকের ফাইনাল ম্যাচটি প্রায় ৭১ হাজার দর্শক বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে বসে খেলা দেখবেন। সাপ্তাহিক ছুটির দিন রোববারে ইতিমধ্যেই বার্লিনের কেন্দ্রস্থলে স্পেন ও ইংল্যান্ডের হাজার হাজার সমর্থক নেচেগেয়ে আনন্দমুখর আবহ তৈরি করেছেন।
বার্লিনের টাগেস স্পিগেল পত্রিকা জানিয়েছে, আজ সকালে বার্লিনে প্রায় ৫০ হাজার ইংলিশ সমর্থক হাজির হয়েছেন। দুপুর নাগাদ তা আরও বাড়বে বলে জানা গেছে। তবে স্পেনের সমর্থকের সংখ্যা আরও বেশি হবে বলে পত্রিকাটি জানিয়েছে। উল্লেখ্য, জার্মানিতে অনেক আগে থেকেই বিপুলসংখ্যক স্পেনের নাগরিক বসবাস করেন।
ইউরো ফাইনালে বার্লিনে সমর্থকদের সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ইংল্যান্ড ও স্পেন থেকে বার্লিনের দূরত্ব বেশি বলে সমর্থকসংখ্য কম হওয়ার সম্ভাবনাও রয়েছে। বার্লিন-ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দর যাত্রীদের জন্য আলাদা প্রস্তুতি নিয়েছে। গতকাল থেকে সোমবার পর্যন্ত ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ফাইনাল উপলক্ষে প্রায় আড়াই লাখ যাত্রী ফ্লাই করবেন বলে আশা করা হচ্ছে। স্বাভাবিক ফ্লাইটের পাশাপাশি প্রায় ১০ হাজার ফুটবলভক্তের জন্য বার্লিনমুখী প্রায় ৫০টি চার্টার্ড উড়োজাহাজ ফাইনাল খেলার জন্য নিবন্ধিত হয়েছে।
জার্মানির বিভিন্ন বড় শহরে পাবলিক অ্যারেনাতে ঢাউস পর্দার টেলিভিশনে খেলা দেখতে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হবে। বার্লিনে ব্যান্ডেনবুর্গ–সংলগ্ন ফ্যান অ্যারেনাতে ৫০ হাজার দর্শক ফাইনাল খেলাটি দেখবেন বলে ধারণা করা হচ্ছে। ‘মিটিং পয়েন্ট’ হিসেবে স্পেনের সমর্থকেরা বার্লিনের মেসে বা প্রদর্শনী এলাকা এবং ইংলিশ সমর্থকেরা বার্লিনের হ্যামারস্কজোল্ড স্কায়ারে জড় হচ্ছেন।
লন্ডনের কেনসিংটন প্যালেস ঘোষণা করেছে, ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স উইলিয়ামের বার্লিনে আসার কথা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা পিএর মতে, সদ্য হওয়া প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, স্প্যানিশ রাজা ফিলিপ ষষ্ঠ ও জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক স্টেইনমায়ার ও চ্যান্সেলর ওলাফ শলৎজেরও মাঠে হাজির থাকবার কথা রয়েছে।
ফাইনালে রেফারি থাকবেন ৩৫ বছর বয়সী ফরাসি নাগরিক ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার। আজ বার্লিনে দিনের বেলা তাপমাত্রা ২৫ ডিগ্রির কাছাকাছি। সন্ধ্যায় ২০ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকবে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।