পেলে এখন শুধুই ছবি
পেলে এখন শুধুই ছবি

সাকিবের কাছে পেলে আর ফুটবল সমার্থক

কীর্তিমানের মৃত্যু নেই। পেলেরও মৃত্যু নেই। যত দিন দুনিয়াজুড়ে ফুটবলের রাজত্ব চলবে, তত দিনই উচ্চারিত হবে পেলের নাম। পৃথিবীর একমাত্র ফুটবলার হিসেবে পেলে জিতেছেন ৩টি বিশ্বকাপ। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলারও তিনি।

শুধু তিনটি বিশ্বকাপ জয়ের জন্যই নয়, ফুটবলের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সেটা পৃথিবীর মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য তিনি ক্যারিয়ারজুড়েই লড়ে গেছেন। তাই তো তাঁর পায়ের জাদুতে মুগ্ধ হয়েছেন ফুটবলের শ্রেষ্ঠতম তারকারাও। তারকারা কেউ তাঁকে বলছেন ফুটবলের শিল্পী, কেউ বলছেন তো ফুটবল আবিষ্কারই হয়েছে এই জাদুকরি খেলোয়াড়টির জন্য।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও পেলের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সাকিবের কাছে পেলে ও ফুটবল যেন সমার্থক, ‘তিনি তাঁর প্রতিভা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন এবং ফুটবলকে একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত করেছেন। ফুটবল ও পেলে চিরদিনই সমার্থক হয়ে থাকবেন। চিরনিদ্রায় শান্তিতে থাকুন, কিংবদন্তি।’

শোক প্রকাশ করেছেন ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসও। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলের ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘ফুটবল আপনাকে মিস করবে।’

লিটন লিখেছেন, ‘পেলে সব প্রজন্মের কাছেই আইডল। চিরনিদ্রায় শান্তিতে থাকুন, কিংবদন্তি।’

জামাল ভূঁইয়ার চোখে পেলে সর্বকালের অন্যতম সেরা, ‘ওপারে ভালো থাকুন, কিংবদন্তি। একমাত্র ফুটবলার, যিনি তিনটা বিশ্বকাপ জিতেছেন। সর্বকালের সেরাদের একজন। আপনাকে চিরকাল মনে থাকবে।’

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার শেষনিশ্বাস ত্যাগ করেন পেলে। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর হার মানতে হয়েছে তাঁকে।