ম্যাচ শুরুর আগে রোনালদোর সঙ্গে লেভানডফস্কির করমর্দন
ম্যাচ শুরুর আগে রোনালদোর সঙ্গে লেভানডফস্কির করমর্দন

রোনালদোদের কাছে হেরে সতীর্থদের কাঠগড়ায় তুললেন লেভানডফস্কি

বার্সেলোনার হয়ে ফর্মের তুঙ্গে থেকেই আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে খেলতে গেছেন রবার্ট লেভানডফস্কি। এ মৌসুমে বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে ১২ গোল করে ফেলেছেন। ১০ গোল নিয়ে এই মুহূর্তে তিনিই লা লিগার শীর্ষ গোলদাতা।

কিন্তু জাতীয় দল পোল্যান্ডের জার্সিতে কাল রাতে লেভা যেন নিজের ছায়া হয়ে থাকলেন। নিজেদের মাঠ ওয়ারশের স্টেডিয়ন নারোডোভিতে কাল পর্তুগালের বিপক্ষে ৩–১ গোলে হেরেছে পোল্যান্ড। এ হারে উয়েফা নেশনস লিগের ‘এ১’ গ্রুপের তিনে নেমে গেছে পোলিশরা। গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, দুইয়ে লুকা মদরিচের ক্রোয়েশিয়া।

লেভানডফস্কি কাল পুরো ৯০ মিনিট খেললেও গোলের সুযোগ তৈরি করতে পেরেছেন মাত্র একটি। বলে ২৭ বার স্পর্শ করলেও পর্তুগালের বক্সে মাত্র ৪টি। দলকে আরও গোল খাওয়া থেকে বাঁচাতে মাঝেমধ্যে নিচে নেমেও খেলতে হয়েছে তাঁকে। ক্লাব ও জাতীয় দলের মধ্যে পারফরম্যান্সের পার্থক্যের কারণ হিসেবে পোলিশ সতীর্থদের সীমাবদ্ধতাকেই সামনে এনেছে লেভা।

পর্তুগালের বিপক্ষে লেভানডফস্কিকে কাল নিচে নেমেও খেলতে হয়েছে

৩৬ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার ম্যাচ শেষে বলেছেন, ‘আমি তো মিডফিল্ডার নই। নিচে নেমে গিয়ে রক্ষণ সামলে বল নিজেদের অর্ধে নিয়ে আসা আমার কাজ নয়। বড়জোর এই কাজ আমি অনুশীলনের সময় করতে পারি।’

ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে লেভা দাবি করেছেন, গোল করতে হলে বল তাঁর কাছে পৌঁছাতে হবে। সেই কাজে তাঁর দল পিছিয়ে আছে বলে তিনি মনে করেন, ‘ম্যাচের সময় আমাকে প্রতিপক্ষের গোলমুখের কাছাকাছি থাকতে হয়। কিছু করার (গোল করা বা গোলের সুযোগ সৃষ্টি করার) আগে ক্রস ও পাসের জন্য অপেক্ষা করতে হয়। এটা এমন কিছু, যেখানে আমাকে উন্নতি করতে হবে অথবা পরিবর্তন আনতে হবে। শুধু পর্তুগালের বিপক্ষে নয়, সব ম্যাচের কথাই বলছি। প্রতিপক্ষের বক্সে আমরা নিয়মিত বল পাই না। অথচ একজনের স্ট্রাইকারের ভূমিকা হলো সেখানেই কিছু করার চেষ্টা করা।’

শীর্ষ পর্যায়ের ক্লাব ক্যারিয়ারে লেভা এখন পর্যন্ত ২৮টি ট্রফি জিতলেও পোল্যান্ডের জার্সিতে প্রাপ্তি শূন্য। জাতীয় দলের হয়ে ট্রফি জেতা দূরে থাক, দলকে কখনো সেমিফাইনালেও তুলে পারেননি। যদিও ৮৩ গোল নিয়ে তিনিই পোলিশ ফুটবল ইতিহাসের শীর্ষ গোলদাতা। তবে তাঁর বেশির ভাগ গোল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইপর্ব ও ইউরো বাছাইপর্বের গ্রুপ পর্বে।

পর্তুগিজ রক্ষণভাগে কাল আতঙ্ক ছড়াতে পারেননি লেভানডফস্কি

পরিসংখ্যান বলছে, এই মৌসুমে বার্সেলোনার হয়ে প্রতি ম্যাচে প্রতিপক্ষের বক্সে গড়ে ৫.৮৬ বার বল স্পর্শ করেছেন লেভা, জাতীয় দল পোল্যান্ডের চেয়ে যা ৬৩% বেশি। এ মৌসুমে বার্সার জার্সিতে তিনি গোলের উদ্দেশে প্রতি ম্যাচে গড়ে ৩.৯৪টি শট নিয়েছেন, পোল্যান্ডের হয়ে তা কমে হয়েছে গড়ে ২.৩৩টি।

উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের পরের ম্যাচ মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে।