বিতর্ক যেন পিছুই ছাড়ছে না কিলিয়ান এমবাপ্পের। জানুয়ারিতেই পিএসজি ছেড়ে যেতে চান তিনি—এমন খবর উড়িয়ে দেওয়ার এক সপ্তাহও পার হয়নি। আবারও পিএসজি নিয়ে আলোচনায় ফরাসি ফরোয়ার্ড।
এবার নাকি ক্লাবে বিদ্রোহের হুমকি দিয়েছেন। হুমকির কেন্দ্রে নেইমার। ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পিএসজিতে দেখতে চান না এমবাপ্পে। নেইমারকে বের করে দিতে এমবাপ্পে পিএসজির প্রতি কঠোর বার্তা দিয়ে রেখেছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস।
নেইমারের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক যে ভালো নয়, সেটি মৌসুমের শুরুতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। পিএসজির পেনাল্টি নিয়ে মাঠেই বিবাদে জড়িয়েছিলেন দুজন। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের অবশ্য দ্বন্দ্বের বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।
তবে সম্পর্কেরও যে উন্নয়ন হয়নি, সেটি পরে বেশ কিছু কর্মকাণ্ডে বোঝা গেছে। এমবাপ্পের বিষয়ে নেইমার যেমন চুপ, নেইমার নিয়ে এমবাপ্পেও চুপ। ‘এল পাইস’ জানিয়েছে, নেইমারকে নাকি কোনোভাবেই সহ্য হচ্ছে না এমবাপ্পের।
মূলত, দুটি কারণে নেইমারকে মেনে নিতে পারছেন না ফরাসি তারকা। প্রথমত, নেইমারের আচরণ এমবাপ্পের পছন্দ নয়। এমবাপ্পে মনে করেন নেইমার শৃঙ্খলা মানেন না, ক্লাব কর্তৃপক্ষও তাঁকে নিয়ন্ত্রণে আনতে কার্যকরী ভূমিকা নেয় না, বা নিতে পারে না। দ্বিতীয়ত, পিএসজির ফুটবল–প্রকল্প তাঁকে ঘিরেই আবর্তিত হতে হবে, মাঠের খেলায় এবং ক্লাবের অন্যান্য বিষয়াদিতে তিনিই থাকবেন কেন্দ্রে—এমনটাই চান এমবাপ্পে।
কিন্তু নেইমারের কারণে কিছু বিষয় এমবাপ্পের অনুকূলে থাকছে না। এ জন্য ২০২২–২৩ মৌসুম শুরুর আগেই ক্লাব কর্তৃপক্ষের কাছে নেইমারকে ছেড়ে দেওয়ার দাবি করেছিলেন এমবাপ্পে। ক্লাবের ভবিষ্যতের কথা চিন্তা করে পিএসজি সভাপতি নাসের আল খেলাইফিও নাকি একপর্যায়ে রাজি হয়েছিলেন।
কিন্তু সম্ভাব্য ক্রেতা না পাওয়ায় নেইমারকে বিক্রি করা সম্ভব হয়নি। তবে পরে দেখা যায় ভিন্ন ঘটনা। নেইমারের সঙ্গে নতুন চুক্তি করে পিএসজি। চুক্তি নবায়ন অনুসারে ২০২৭ সাল পর্যন্ত প্যারিসের ক্লাবটিতে থাকবেন নেইমার।
এরপর মৌসুম শুরু হলে নেইমারকে নিয়ে এমবাপ্পের অসন্তুষ্টি আরও বেড়েছে। যার জেরে এবার ক্লাবকে কঠোর বার্তাই দিয়েছেন এমবাপ্পে, নেইমারকে পিএসজি ছাড়তেই হবে। এল পাইস লিখেছে, নেইমারকে বের করে না দিলে পিএসজির সঙ্গে চুক্তি বাতিল না করেই অন্য ক্লাব খোঁজার হুমকি দিয়েছেন এমবাপ্পে।
এর আগে গত সপ্তাহে স্প্যানিশ দৈনিক মার্কা জানায়, পিএসজিকে জানুয়ারিতে ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন এমবাপ্পে। তারও আগে গত মাসে ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এমবাপ্পে মন্তব্য করেন, ক্লাব ফুটবলে স্বাধীনতা কম পান।
ওই সময় ফরাসি পত্রিকা লেকিপ জানায়, এমবাপ্পের পছন্দের পজিশন মাঠের বাঁ পাশটা। যে জায়গায় এখন নেইমার খেলেন বলে এমবাপ্পেকে স্ট্রাইকার পজিশনে থাকতে হয়।
কিছুদিন পর মাঠের পজিশন নিয়ে অসন্তুষ্টির ইঙ্গিত করে ইনস্টাগ্রামে একটি পোস্টও দেন এমবাপ্পে, যা কিছুক্ষণ পর আবার মুছেও দেন। এখন পিএসজি কী করে, সেটাই দেখার বিষয়।