স্পেনের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ
স্পেনের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

অভিযোগটা বড় রকমেরই!

রিয়াল মাদ্রিদ বিশ্বের অন্যতম বড় ফুটবল ক্লাব। সবচেয়ে সফল ক্লাবেরও একটি। কোটি কোটি ইউরো লেনদেন তাদের। একসময় বিশ্বের বড় বড় তারকাদের সমাবেশ ঘটিয়ে ‘গ্যালাকটিকো’ বানিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। গ্যালাকটিকো না হলেও শীর্ষ ফুটবলারদের সমাবেশ রিয়াল দলে সব সময়ই ছিল। কিন্তু কখনোই সেভাবে তাদের বিরুদ্ধে আর্থিক কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ওঠেনি। কিন্তু এবার উঠেছে। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের কাছে ১ কোটি ২০ লাখ ইউরোর কোনো হিসাব দিতে পারেনি রিয়াল।

দ্য টেলিগ্রাফের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে, রিয়াল মাদ্রিদের ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত আর্থিক প্রতিবেদনে ১ কোটি ২০ লাখ ইউরো খরচকে ‘অন্যান্য খরচ’ হিসেবে দেখিয়েছে। টেলিগ্রাফ এত বিশাল অঙ্কের খরচ সম্পর্কে রিয়াল মাদ্রিদের কাছে জানতে চেয়েছিল। কিন্তু এ ব্যাপারে ব্রিটিশ পত্রিকাটিকে কিছুই বলেনি তারা।

ক্লাব বিশ্বকাপের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ

টেলিগ্রাফ মনে করছে, এই অর্থ রিয়াল মাদ্রিদের কোনো গোপন চুক্তির অংশ। তাদের অভিযোগ, ভবিষ্যতে কোনো স্পনসরশিপ থেকে প্রাপ্ত অর্থের লভ্যাংশ দেওয়ার বিনিময়ে রিয়াল কারও কাছ থেকে এই পরিমাণ অর্থ নিয়েছে এবং সেই অর্থ তারা তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি পোষাতে ব্যয় করেছে। এতে উয়েফার আর্থিক সংগতি নীতিরও ব্যত্যয় হয়েছে বলে মনে করে পত্রিকাটি। গতকাল বুধবার টেলিগ্রাফ এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করেছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। টেলিগ্রাফ রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো মন্তব্য করতে চায়নি।