বিশ্বকাপের আগে চোট নিয়ে দুশ্চিন্তা বেড়েছে আর্জেন্টিনা দলে। কদিন আগে পেনাল্টি শট নিতে গিয়ে বাঁ পায়ের উরুর পেশিতে টান লাগে পাওলো দিবালার। এর মাঝে চোটে পড়ে পিএসজির হয়ে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসিও। এবার চোটে পড়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়াও।
ইসরায়েলি ক্লাব ম্যাকাবির বিপক্ষে জুভেন্টাসের ২-০ গোলে হারা ম্যাচে ২৪ মিনিটে চোটে পড়েন দি মারিয়া। ম্যাচে তখন ১-০ গোলে পিছিয়ে জুভরা। দলকে সমতায় ফেরাতে তখনো মাঠে ছিলেন কদিন আগে অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়া দি মারিয়া।
এর মাঝেই দৌড়াতে গিয়ে তাঁকে এক পর্যায়ে ডান উরু চেপে ধরতে দেখা যায়। শেষ পর্যন্ত উরুর চোট নিয়ে মাঠ ছাড়েন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।
চোটে পড়ে বেরিয়ে যাওয়ার সময় জার্সিতে হতাশায় মুখ ঢাকতে দেখা যায় দি মারিয়াকে। বিশ্বকাপ যখন দুয়ারে কড়া নাড়ছে তখন এই চোট নিশ্চয় কপালের ভাঁজ বাড়াচ্ছে এই উইঙ্গারেরও। এই মুহূর্তে এমন চোট যে ভালো কোনো বার্তা দিচ্ছে না দি মারিয়ার হতাশ অভিব্যক্তিতে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।
এনিয়ে তিন মাসের মধ্যে তিনবার চোটে পড়লেন দি মারিয়া। চোটের কারণে বেশ কয়েক ম্যাচে মাঠেও নামতে পারেননি তিনি। এখন নতুন এই চোট বিশ্বকাপের আগে আর্জেন্টাইন সমর্থকদের কি বার্তা দেয় সেটিই দেখার অপেক্ষা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দি মারিয়ার চোট নিয়ে বিস্তারিত জানা যায়নি।
দি মারিয়া যখন চিন্তা বাড়াচ্ছেন, মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে মেসিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী পিএসজি। তবে দিবালার ব্যাপারে শঙ্কার কথা বলেছেন এএস রোমা কোচ জোসে মরিনিও।
সেদিন ম্যাচ শেষে মরিনিও বলেছিলেন, ‘আমি চিকিৎসক নই। তবে আমার যে অভিজ্ঞতা আর দিবালার কাছে যা শুনেছি, মনে হচ্ছে এ বছর আর তাকে মাঠে দেখা যাবে না।’
বিশ্বকাপের আগে দারুণ ছন্দে থেকেই প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে নতুন এক রেকর্ডের পথেও ছুটছে তারা। তবে বিশ্বকাপ শুরুর আগে দলের তারকা খেলোয়াড়দের চোট নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় রাখবে কোচ লিওনেল স্কালোনিকে।