ইতালি সরকারের সঙ্গে ৮৮ নম্বর জার্সি নিষিদ্ধ করার ব্যাপারে চুক্তি করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফআইজিসি)
ইতালি সরকারের সঙ্গে ৮৮ নম্বর জার্সি নিষিদ্ধ করার ব্যাপারে চুক্তি করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এফআইজিসি)

ইতালিতে নিষিদ্ধ ৮৮ নম্বর জার্সি

ইহুদিবিদ্বেষ নীতির বিপক্ষে লড়াই করতে ইতালিয়ান ফুটবলে ৮৮ নম্বর জার্সি নিষিদ্ধ করা হয়েছে। ইতালি ফুটবলের কোনো পর্যায়েই (জাতীয় দল, ক্লাব, বয়সভিত্তিক) কোনো খেলোয়াড় এই জার্সি পরতে পারবেন না। গত মঙ্গলবার এ বিষয়ে ইতালি সরকারের প্রতিনিধি ও ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (এফআইজিসি) সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনার মধ্যে চুক্তি সইয়ের পর বিষয়টি জানানো হয়।

৮৮ নম্বর সংখ্যাটি নাৎসি স্লোগানের সঙ্গে সম্পর্কযুক্ত। ‘হেইল হিটলার’ স্যালুটের গাণিতিক কোডও ৮৮। ইংরেজি বর্ণমালায় ‘এইচ’ অক্ষরটি অষ্টম। এভাবে ৮৮ সংখ্যাটি দিয়ে ‘এইচএইচ’ বোঝানো হয় যা ‘হেইল হিটলার’ স্যালুটের সংক্ষিপ্ত রূপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন করে নাৎসি-ধারা ফেরাতে ‘নিও-নাৎসি’রা এই ৮৮ সংখ্যা কোড হিসেবে ব্যবহার শুরু করেন।

গত মার্চে এস্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে লাৎসিও-রোমা ‘ডার্বি’ ম্যাচে এক জার্মান-সমর্থক তাঁর জার্সিতে ‘হিটলারসন’ এবং ৮৮ নম্বর লিখে এনেছিলেন। লাৎসিওর ম্যাচ দেখা থেকে তাঁকে এবং আরও দুজনকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। লাৎসিওর সেই ম্যাচে গ্যালারিতে থেকে প্রচুর ইহুদিবিদ্বেষী মন্তব্য শোনা গিয়েছিল এবং সে জন্য পরে শাস্তিস্বরূপ ক্লাবটির এক ম্যাচে দর্শক প্রবেশ নিষিদ্ধ ছিল।

ইতালিয়ান ফুটবলের কোনো পর্যায়েই ৮৮ নম্বর জার্সি পরা যাবে না

ইতালিয়ান সরকার ও এফআইজিসির মধ্যে এই চুক্তির অধীনে আরেকটি শর্তও রাখা হয়েছে। ম্যাচে ‘ইহুদিবিদ্বেষী স্লোগান কিংবা এ-সম্পর্কিত কোনো কার্যক্রম দেখা গেলে’ খেলা সাসপেন্ড করা যাবে এবং সেটা কীভাবে করতে হবে, সেসব বিষয়েও নীতিমালা তৈরি করা হয়েছে। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতেদোসি এ নিয়ে বলেছেন, ‘আমাদের স্টেডিয়ামগুলোয় এখনো এই অসহ্য কুসংস্কার দেখা যায় এবং তার বিরুদ্ধে এটা হবে কার্যকর পদক্ষেপ।’

ইতালির ইহুদি সম্প্রদায় এর আগে সরকারকে স্টেডিয়ামে ইহুদিবিদ্বেষী স্লোগান ও কার্যক্রম রুখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিল। লাৎসিওর সেই ম্যাচের পর রোমের ইহুদি সম্প্রদায়ের সভাপতি রুথ দিউরেল্লো টুইট করেছিলেন, ‘সবাই এটা (ইহুদিবিদ্বেষ) এড়িয়ে যাচ্ছে, তা কী করে সম্ভব?’

এর (লাৎসিও-রোমা ম্যাচের) দুই সপ্তাহ আগে লাৎসিওর প্রায় ১০০ সমর্থক ভিডিওতে খুব গর্বের সঙ্গে জানান, তাঁরা বর্ণবাদী। এ ছাড়া ‘রোমার সমর্থকদের বাবারা নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে’ কাটিয়েছেন বলেও তাঁদের অপমান করেছিলেন লাৎসিওর সেসব সমর্থক।