এক ফ্রেমে বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি ও পিএসজির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে
এক ফ্রেমে বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি ও পিএসজির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে

এমবাপ্পে আসছেন রিয়ালে, লেভা বললেন ‘ভয় পাচ্ছি না’

কিলিয়ান এমবাপ্পে আসবেন—এটা ধরে নিয়ে তাঁকে বরণ করতে প্রস্তুত হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যু। এমবাপ্পে আসছেন—এ কারণে রিয়াল মাদ্রিদ আর লা লিগায় চলছে নানা ধরনের হিসাব–নিকাশ। এমবাপ্পেকে জায়গা ছেড়ে দিতে রিয়ালের একাদশ থেকে কে বাদ পড়বেন, লা লিগায় তাঁর সঙ্গে দ্বৈরথটা কার হবে আর সেটা কেমনই–বা জমবে—এসব আলোচনা চলছে ফুটবল বিশ্বে।

লা লিগায় প্রায় এক দশক আকর্ষণীয় দ্বৈরথ ছিল বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০১৮ সালে রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে নাম লেখানোয় অবসান হয় সেই দ্বৈরথের। এরপর মেসিও বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে নাম লেখান পিএসজিতে। এখন তো দুজনই ইউরোপের ফুটবলের বাইরে।

মেসি–রোনালদোর জমজমাট লড়াইয়ের পর এখনো সেভাবে কোনো দ্বৈরথের জন্ম হয়নি স্পেনের ফুটবলে। এবার বুঝি সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ফুটবল বিশ্বে আলোচনা—এমবাপ্পে আগামী মৌসুমে পিএসজি থেকে রিয়ালে নাম লেখালে লা লিগায় জন্ম নেবে নতুন দ্বৈরথ। সেটি রিয়ালের এমবাপ্পের সঙ্গে বার্সেলোনার রবার্ট লেভানডফস্কির।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। যখন দুজন লা লিগায় ছিলেন

নতুন এ দ্বৈরথের জন্য কতটা প্রস্তুত লেভা? গতকাল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্রর আগে তাঁকে প্রশ্নটা করেছিল পোলিশ সংবাদমাধ্যম মেকজিকি। জবাবে তিনি বলেছেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এ বিষয়ে এখনই কিছু বলা কঠিন। তবে সে যদি আসে, তার বিপক্ষে খেলাটা আনন্দদায়কই হবে। তবে আমি এ নিয়ে ভয় পাচ্ছি না। ইতিবাচকভাবেই নিচ্ছি।’

চলতি মৌসুম শেষে পিএসজিতে মুক্ত খেলোয়াড় হয়ে যাবেন এমবাপ্পে। এখন পর্যন্ত সবকিছু চূড়ান্ত না হলেও স্পেন ও ফ্রান্সের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, এমবাপ্পের রিয়ালে যাওয়ার ব্যাপারে শুধু সই–স্বাক্ষরই বাকি আছে।

দলবদলের আলোচনার মধ্যেও চলতি মৌসুমে এমবাপ্পে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ৩৫ গোল করেছেন। তবে লেভা বার্সেলোনায় ততটা ছন্দে নেই। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত খেলা ৩৮ ম্যাচে করেছেন মাত্র ১৯ গোল।