প্রথম লেগে পিছিয়ে পড়া আতলেতিকো দ্বিতীয় লেগে ম্যাচ জিতে নিয়েছে
প্রথম লেগে পিছিয়ে পড়া আতলেতিকো দ্বিতীয় লেগে ম্যাচ জিতে নিয়েছে

টাইব্রেকারে আতলেতিকোর কাছে হেরে বিদায় ইন্টার মিলানের

আতলেতিকো মাদ্রিদ ২: ১ ইন্টার মিলান (দুই লেগ মিলিয়ে ২: ২ সমতার পর টাইব্রেকারে আতলেতিকো জয়ী)

লাওতারো মার্তিনেজ শটটা রাখতে চেয়েছিলেন জালে। কিন্তু জোরের সঙ্গে নেওয়া পেনাল্টি শটটা শুধু গোল বারের ওপর দিয়ে মাঠই ছাড়া হলো না, ইন্টার মিলানকেই পাঠিয়ে দিল চ্যাম্পিয়নস লিগের বাইরে।

দুই লেগ মিলিয়ে অনেকটা সময় এগিয়ে থাকার পরও টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বিদায় নিল গতবারের ফাইনালিস্ট ইন্টার মিলান।

গত আসরে ফাইনাল খেলা ইন্টার বুধবার আতলেতিকোর মাঠে নেমেছিল এগিয়ে থেকেই। প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা দলটি দ্বিতীয় লেগের ৩৩ মিনিটে ব্যবধান বানিয়ে নিয়েছিল ২-০। কিন্তু নিজেদের মাঠে উজ্জীবিত আতলেতিকো দুটি গোলই শোধ দিয়ে ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। যেখানে দুই দলেরই আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

দুটি পেনাল্টি শট সেভ করেন ওবলাক

স্নায়ুচাপের সেই লড়াইয়ে ইন্টারের হয়ে শট মিস করেন মার্তিনেজ, আর অ্যালেক্সিস সানচেজ ও ডেভি ক্লাসেনের শট আটকে দেন আতলেতিকো গোলকিপার ইয়ান ওবলাক। বিপরীতে আতলেতিকোর প্রথম চার শটের তিনটিই জালে গেলে পঞ্চম শটের আগেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের।

এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে তিনটি পেনাল্টি শুটআউটে জিতল আতলেতিকো। যে কীর্তি আর কোনো দলের নেই।

শুরু থেকে আক্রমণ, প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে ৩৩ মিনিটে ইন্টার গোল পায় ফেদেরিকো দিমারকোর মাধ্যমে। নিকোলা বারেল্লার বাঁ দিক থেকে বক্সে বাড়ানো বল জালে পাঠান ইতালিয়ান এই ডিফেন্ডার।

প্রথম লেগে এক গোলে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ইন্টার এগিয়ে যায় ২-০ গোলে। তবে আতলেতিকো ম্যাচে টিকে থাকার জানান দেয় দুই মিনিটের মধ্যেই। কোকের কাছ থেকে পাওয়া বল আঁতোয়ান গ্রিজমান নিজের নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় পাঠিয়ে দেন জালে।

৫২ মিনিটে দ্বিতীয় গোলের সম্ভাবনাও তৈরি করেছিলেন এই ফরাসি তারকা। তবে ইন্টার গোলকিপার ইয়ান সোমার পা দিয়ে তা আটকে দেন।

ম্যাচে আতলেতিকো সমতার গোলটি পায় ৮৭ মিনিটে। কোকের কাছ থেকে পাওয়া বলে গোল করেন মেম্ফিস ডিপাই।

এরপর ম্যাচ ২-২ সমতায় অতিরিক্ত সময়ে গড়ালে শেষ পর্যন্ত যায় টাইব্রেকারে।

ডর্টমুন্ড ২ : ০ আইন্দহফেন (দুই লেগ মিলিয়ে ডর্টমুন্ড ৩ : ১ ব্যবধানে জয়ী)

এ দিকে জার্মানিতে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর আরেক লড়াইয়ে পিএসভিকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। দুই দলের প্রথম লেগে ছিল ১-১ সমতা। আজ সিগনাল এদুনা পার্কে দ্বিতীয় লেগে হয় দুটি গোল, দুটিই ডর্টমুন্ডের।

তৃতীয় মিনিটে জোদান সানচো আর ৯৫তম মিনিটে মার্কো রয়েস ডর্টমুন্ডকে জয়ের গোল দুটি এনে দেন।