চলতি মৌসুমে আল নাসরের হয়ে দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ মৌসুমে এখন পর্যন্ত ৪১ ম্যাচে ৪২ গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। এই গোলগুলো করার পথে রোনালদো হ্যাটট্রিক করেছেন ৪টি। সব মিলিয়ে সৌদি আরবের এই ক্লাবের হয়ে রোনালদোর হ্যাটট্রিকের সংখ্যা ৬। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে সাম্প্রতিক সময়ে রোনালদো কতটা অপ্রতিরোধ্য।
শুধু আল নাসরের হয়েই নয়, এই শতকের পুরোটাজুড়ে হ্যাটট্রিকে দাপট দেখিয়েছেন রোনালদো। দেশ ও ক্লাব মিলিয়ে ক্যারিয়ারে এখন পর্যন্ত রোনালদোর হ্যাটট্রিক ৬৬টি। যেখানে ক্লাবের হয়েই রোনালদোর হ্যাটট্রিক ৫৬টি। আর শীর্ষ ১০ লিগ বিবেচনা করলে ট্রান্সফারমার্কেটের হিসাবে রোনালদোর হ্যাটট্রিক ৯৪৯ ম্যাচে ৫০টি, যা এই শতকে সর্বোচ্চ।
শীর্ষ ১০ লিগে এই শতকে হ্যাটট্রিকে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। সাবেক বার্সেলোনা তারকার হ্যাটট্রিকের সংখ্যা ৮৫৩ ম্যাচে ৪৮। রোনালদোর চেয়ে পিছিয়ে থাকলেও মেসি কিন্তু ম্যাচও ১০৪টি কম খেলেছেন। মেসি অবশ্য বার্সেলোনার বাইরে আর কোনো ক্লাবের হয়ে হ্যাটট্রিকের দেখা পাননি।
ক্লাবের হয়ে মেসি সর্বশেষ হ্যাটট্রিকের দেখা পেয়েছে ২০১৯–২০ মৌসুমে। এরপর পিএসজির হয়ে খেলে কোনো হ্যাটট্রিকের দেখা পাননি মেসি। এমনকি মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ ছন্দে থাকলেও এখন পর্যন্ত হ্যাটট্রিক করা হয়নি বিশ্বকাপজয়ী এ আর্জেন্টাইন মহাতারকার।
হ্যাটট্রিকের এ তালিকায় রোনালদো ও মেসির পরই আছেন সুয়ারেজ। শীর্ষ ১০ লিগে ৬৯৫ ম্যাচে সুয়ারেজের হ্যাটট্রিক ২৭টি। বর্তমানে শীর্ষ ১০ লিগে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে আছেন রবার্ট লেভানডফস্কি। ৬৫৩ ম্যাচে যার হ্যাটট্রিক ২৬টি। সমানের দিনগুলোয় সুয়ারজকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ আছে লেভার সামনে। এ তালিকায় ৫ নম্বরে আছেন কেইন। ৪৮৪ ম্যাচে যার হ্যাটট্রিক ১৭টি। বায়ার্নে দুর্দান্ত ছন্দে থাকা কেইনের সামনে অবশ্য সুযোগ আছে সামনের দিনে লেভা–সুয়ারেজকে টেক্কা দেওয়ার।