আলফাজের অধীনে মোহামেডান কোনো ম্যাচ হারেনি
আলফাজের অধীনে মোহামেডান কোনো ম্যাচ হারেনি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

কথা রেখে মোহামেডানকে তিনে এনেছেন আলফাজ

শফিকুল ইসলাম মানিকের অধীন চলতি প্রিমিয়ার লিগে মোহামেডানের পয়েন্ট ছিল ১০ ম্যাচে ১২। ১১ দলের লিগে তখন সাদা–কালোরা ছিল ষষ্ঠ স্থানে। মানিককে সরিয়ে আলফাজ আহমেদকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার পর মোহামেডান ৪ ম্যাচে ৩ জয়ের পাশাপাশি একটি ড্র করেছে।

১৮ এপ্রিল ফেডারেশন কাপে কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে হারানোর পর কাল একই দলকে মুন্সিগঞ্জে লিগ ম্যাচে হারিয়েছে ২-১ গোলে। শেখ জামালের সঙ্গে সমান ১৯ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে মোহামেডান এখন পয়েন্ট টেবিলের তিনে। দায়িত্ব নিয়ে আলফাজ বলেছিলেন, দলকে লিগ টেবিলের তিনে রাখতে চান। সে লক্ষ্য পূরণে শুরুটা ভালোই করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত দলটির অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, তা সময়ই বলবে।

আলফাজের অধীনে এখনো হারেনি মোহামেডান। ফেডারেশন কাপে একটি জয়। লিগে ৩ ম্যাচে ২টি জয় ১টি ড্র। সব মিলিয়ে চলতি লিগে মোহামেডানের এটি পঞ্চম জয়।

ঘুরে দাঁড়ানোর রহস্য কী? আলফাজ আজ প্রথম আলোকে বলেন, ‘মোহামেডান আক্রমণাত্মক খেলছে। আমার কথা হলো অ্যাটাকিং ফুটবল। যে ফর্মেশনে আক্রমণ বেশি, সেভাবেই আমি খেলি। আমার এ ধরনের খেলায় আক্রমণের সময় ৩–৪জন স্ট্রাইকার হয়ে যায়। এটা ভালো দিক।’

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে আজ মোহামেডানের জয়ের নায়ক অধিনায়ক সোলেমান দিয়াবাতে। জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন তিনটি পয়েন্ট। ১১ গোল নিয়ে চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় মালির ফরোয়ার্ড দিয়াবাতে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান দরিয়েলতনের সঙ্গে যৌথভাবে শীর্ষে। ৬০ মিনিটে পেনাল্টি থেকে ১-০ করেন দিয়াবাতে। ৭৩ মিনিটে তাঁর গোলে ২-০। ৮১ মিনিটে চট্টগ্রাম আবাহনীর মোহাম্মদ তারেকের গোলে ২-১। লিগে পঞ্চম হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ নম্বরে চট্টগ্রাম আবহনী।

এক ফ্রেমে ফর্টিস এফসির চার গোলদাতা

দিনটি ভালো কেটেছে নবাগত ফর্টিস ফুটবল ক্লাবেরও। টানা তিন ম্যাচে জয়হীন ফর্টিস আজ ঘুরে দাঁড়িয়েছে। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আরেক নবাগত আজমপুর ফুটবল ক্লাবকে। তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন আফগানিস্তানের আমিরুদ্দিন শরিফী। দ্বিতীয়ার্ধে ৩ গোল আদায় করে নেয় ফর্টিস, যার দুটিই করেছেন বিদেশিরা। ৭১ মিনিটে গাম্বিয়ান জাইরা জুফের গোলে ২-০। ৭৯ মিনিটে আরেক গাম্বিয়ান পা ওমর বাবুর পেনাল্টি গোলে ৩-০। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সাখাওয়াত রনির গোলে ৪-০।

১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে এখন ফর্টিস। ১২ ম্যাচে নবম হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে আজমপুর ফুটবল ক্লাব।