মাদ্রিদে প্রথম লেগে ৩–৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটি
মাদ্রিদে প্রথম লেগে ৩–৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটি

চ্যাম্পিয়নস লিগে অতিরিক্ত সময় না দিয়ে সরাসরি পেনাল্টি নিতে বললেন লিনেকার

প্রতিপক্ষের মাঠে ম্যাচ জিততে না পারলে ড্র করো, সেটিও না পারলে অন্তত একটি গোল দিয়ে আসো—চ্যাম্পিয়নস লিগে ২০২০-২১ মৌসুম পর্যন্ত এটিই থাকত কোনো কোনো দলের লক্ষ্য। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে বদলে গিয়েছিল বহু ম্যাচের দৃশ্যপট। তবে ২০২১-২২ মৌসুম থেকে বাতিল হয়ে গেছে অ্যাওয়ে গোলের রীতি। এখন প্রতিপক্ষের মাঠে গোল পেলেও তা থেকে বাড়তি এই সুবিধা পাচ্ছে না দলগুলো।

একসময় অ্যাওয়ে গোল বাতিলের পক্ষে থাকা ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার এবার বদলে যাওয়া নিয়মের মধ্যেই পরিবর্তন আনার দাবি তুলেছেন। তাঁর মতে, দুই লেগে ম্যাচ ড্র থাকার পর দ্বিতীয় লেগে বাড়তি ৩০ মিনিট দেওয়া ‘অন্যায্য’।

এটি স্বাগতিক দলকে নিজেদের চেনা পরিবেশ ও দর্শকদের সামনে বিশেষ সুবিধা দেয় বলেও মন্তব্য করেছেন তিনি। যেমন এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে সমতায় শেষ করেছে রিয়াল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল–বায়ার্ন মিউনিখ। এখন পরের লেগেও ড্র হলে ম্যাচ যাবে অতিরিক্ত সময়ে।

দুই লেগে সমতায় থাকার পর ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার বিরোধিতা করে লিনেকার বলেছেন, ‘আমি অনেক বছর ধরে অ্যাওয়ে গোলের নিয়ম থেকে মুক্তি পেতে প্রচারণা চালিয়ে এসেছি। কয়েক বছর আগে যখন এটি ফলপ্রসূ হওয়ার পথে ছিল, তখন আমি ব্যাপক সমালোচিত হয়েছিলাম। কারণ, আমি বলেছিলাম, “এটা খেলার জন্য ভালো।”’

অতিরিক্ত সময়ে ম্যাচ না নিয়ে সরাসরি পেনাল্টি শুটআউটে যাওয়া উচিত বলে জানিয়ে লিনেকার বলেছেন, ‘আমার মনে হয়, যদি দুই ম্যাচে গোলসংখ্যা সমান থাকে, তাহলে ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়া উচিত নয়। সরাসরি পেনাল্টি শুটআউটে চলে যাওয়া উচিত।’

ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার

কেন ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়া উচিত নয়, তা ব্যাখ্যা করে লিনেকার আরও বলেছেন, ‘যে মুহূর্তে দ্বিতীয় লেগে অতিরিক্ত ৩০ মিনিট দেওয়া হয়, তখন যারা স্বাগতিক থাকে তারা বাড়তি সুবিধা পায়। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের মতো মঞ্চে কোনো দলকেই এমন সুবিধা দেওয়া উচিত নয়।’

লিনেকার আরও যোগ করেন, ‘শেষ ১৬তে কোনো দল ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ (ফিরতি লেগ) খেলার সুযোগ পায়। কারণ, এটা তারা অর্জন করেছে। গ্রুপ পর্বে তারা কোথায় শেষ করেছে, তা দিয়েই সেটা নির্ধারিত হয়। কিন্তু কোয়ার্টার ফাইনালের বিষয়টি এমন নয়। উদাহরণস্বরূপ, আর্সেনাল যদি পরের লেগে আলিয়াঞ্জে (বায়ার্ন মিউনিখের মাঠ) গিয়ে ড্র করে, তাহলে বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে অতিরিক্ত আধা ঘণ্টা সময় পাবে। এটা আমার কাছে ন্যায্য মনে হয় না।’