ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে যাঁর নাম কয় দিন ধরে জোরেশোরে শোনা যাচ্ছিল, সেই রুবেন আমোরিম লিভারপুলের কোচ হতে রাজি নন। লিভারপুলের পরবর্তী কোচ হওয়ার বিষয়টি আজ তিনি মৌখিকভাবে নাকচ করে দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
২০২০ সাল থেকে স্পোর্তিং লিসবনের প্রধান কোচের দায়িত্বে আছেন আমোরিম। ৩৯ বছর বয়সী এই পর্তুগিজের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে স্পোর্তিংয়ের। তাঁর কোচিংয়ে দলটি এখন পর্যন্ত চারটি শিরোপা জিতেছে। এবারের লিগেও আছে পয়েন্ট তালিকার শীর্ষে। আমোরিমের সব মনোযোগ আপাতত স্পোর্তিংকে নিয়েই।
সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার ভবিষ্যৎ নিয়ে শেষবারের মতো কথা বলতে যাচ্ছি। আমি কোনো ক্লাবকে সাক্ষাৎকার দিইনি, কোনো ক্লাবের সঙ্গে আমার চুক্তিও হয়নি। কোনো কিছু বদলায়নি। আমার চাওয়া একটাই—স্পোর্তিংকে চ্যাম্পিয়ন বানানো।’
গত জানুয়ারিতে ক্লপ জানান, ২০২৩-২৪ মৌসুম শেষে তিনি লিভারপুল ছাড়বেন। এ ঘোষণার পর থেকেই নতুন কোচের সন্ধানে নেমে পড়ে ক্লাব কর্তৃপক্ষ। ক্লপের উত্তরসূরি হিসেবে শুরুতে বায়ার লেভারকুসেনের হয়ে অপ্রতিরোধ্য মৌসুম কাটাতে থাকা জাবি আলোনসোর নাম শোনা যাচ্ছিল। কিন্তু গত মার্চে আলোনসো জানিয়ে দেন, তিনি লেভারকুসেনেই থেকে যেতে চান।
জাবি ‘না’ বলে দেওয়ায় লিভারপুলের আগ্রহের কেন্দ্রে চলে আসেন আমোরিম। তাঁকে ১ কোটি ২০ লাখ ৮০ হাজার পাউন্ডে স্পোর্তিংয়ের কাছ থেকে ছাড়িয়ে নিতে চায় লিভারপুল—কয় দিন আগে এমন তথ্যও দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। কোনো কোনো সংবাদমাধ্যম তো এও দাবি করেছিল, দুই পক্ষের চুক্তি নাকি হয়ে গেছে।
কিন্তু আলোনসোর পর আমোরিমও নিজেদের বর্তমান ক্লাবে থাকতে চাওয়ায় কোচ হিসেবে অন্য কাউকে খুঁজে নিতে হবে লিভারপুলকে।