ব্যালন ডি’অর ট্রফি নিয়ে স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। গতকাল প্যারিসে
ব্যালন ডি’অর ট্রফি নিয়ে স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। গতকাল প্যারিসে

ভুলে আর্জেন্টাইন ‘রদ্রি’কে গালাগাল রিয়াল সমর্থকদের

একজনের নাম রদ্রিগো হার্নান্দেজ কাসকান্তে। অন্যজনের নাম রদ্রিগো হাভিয়ের দে পল। বীজগণিতের ‘কমন’ নেওয়ার মতো দুটি নাম থেকে শুধু ‘রদ্রিগো’ নেওয়া যায়। সেখানেও একটু ঝামেলা থেকে যায়। ফুটবল–বিশ্ব একজনকে রদ্রিগো নামে চিনলেও অন্যজনকে চেনে রদ্রি নামে। এখন ধরুন, কোনো কারণে রদ্রির ওপরে আপনার রাগ জন্মেছে। তাঁকে কিছুটা গালমন্দও করতে ইচ্ছা হলো। কিন্তু আপনি জানেন না, সামাজিক যোগাযোগমাধ্যমে রদ্রির অ্যাকাউন্ট আছে কি নেই!

তারকা ফুটবলারদের অ্যাকাউন্ট না থেকে পারেই না—এমন একটা ধারণা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন রদ্রিগোকে। নামেও মিল, চেহারায়ও কিছুটা, তাই সাতপাঁচ না ভেবে রদ্রিগো নামের সেই অ্যাকাউন্টেই ঘৃণাসূচক মন্তব্য ও বার্তা পাঠাতে শুরু করলেন রদ্রি ভেবে। ব্যাপারটা কেমন অদ্ভুত, তাই না!

আসলে ভক্তরা এমনই হন। সবাই হয়তো নন, কিন্তু অনেকেই এমন। গতকাল ব্যালন ডি’অর রাত থেকে রিয়াল মাদ্রিদের সমর্থকদের এমন আচরণের শিকারই হয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পল। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে, ভিনির ব্যালন ডি’অর জিততে না পারার ক্ষোভটা সামাজিক যোগাযোগমাধ্যমে রদ্রির ওপর ঝাড়তে চেয়েছেন রিয়ালের সমর্থকেরা। এবারের ব্যালন ডি’অর যে রদ্রির হাতে উঠেছে। কিন্তু এই সমর্থকদের জানা নেই, সামাজিক যোগাযোগমাধ্যমে রদ্রির কোনো অ্যাকাউন্ট নেই। তাই ক্ষোভটা ভুল ব্যক্তির ওপর ঝেড়েছেন রিয়ালের সমর্থকেরা। আর সেই বেচারা ভুল ব্যক্তিটি আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দি পল।

রদ্রিগো দি পলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এএফএ ইন্ডিয়ার মন্তব্য

ইনস্টাগ্রামে প্রচুর ঘৃণাসূচক বার্তা ও মন্তব৵ পেয়েছেন আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপজয়ী রদ্রিগো। এক ভক্ত লিখেছেন, ‘কত সাহস, তুমি ভিনিকে ছিনতাই করো!’ আরেকজন লিখেছেন, ‘ব্যালন ডি’অর তোমার প্রাপ্য নয়।’ রিয়ালের আরেক সমর্থকও ডাকাতির অপবাদ দিয়েছেন রদ্রিগোকে, ‘তুমি ভিনিকে ছিনতাই করেছ।’

রদ্রিগো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৪ ও ১৬ অক্টোবর যে দুটি পোস্ট করেছেন, সেখানে এমন ঘৃণাসূচক মন্তব্য দেখা গেছে। তবে পাল্টা জবাব দিতে রদ্রিগোর ভক্তরাও চুপ থাকেননি। এগিয়ে এসেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ভারতের তৈরি করা ইনস্টাগ্রাম অফিশিয়াল অ্যাকাউন্ট এএফএ ইন্ডিয়াও। তাঁরা ভুল শুধরে দিতে ১৬ অক্টোবর করা রদ্রির পোস্টে লিখেছে, ‘সবাই শান্ত হন। সে বিশ্বকাপজয়ী রদ্রি।’

রদ্রিগোর সমর্থকদের একজন লিখেছেন, ‘রিয়ালের সমর্থকেরা অবিশ্বাস্য।’ আরেকজন লিখেছেন, ‘রিয়াল মাদ্রিদের ভাঁড়রা এখানে এসে বলছে, ব্যালন ডি’অর ছিনতাই করা হয়েছে। সে রদ্রি নয়, সে রদ্রিগো দি পল।’ খোঁচা মেরেছেন রদ্রিগোর আরেকজন সমর্থকও, ‘দয়া করে তাকে ছেড়ে দিন। সে ব্যালন ডি’অরজয়ী নয়। ঘৃণা ছড়ানোর আগে একটু জানাশোনা করে নাও।’

আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পল

এবার ব্যালন ডি’অর জয়ে সংবাদমাধ্যম থেকে সমর্থকদের চোখে এগিয়ে ছিলেন রিয়ালের ব্রাজিল তারকা ভিনিসিয়ুস। মাসখানেক ধরেই তাঁকে নিয়ে এ বিষয়ে গুঞ্জন চলছিল। কিন্তু গতকাল রাতে প্যারিসে ব্যালন ডি’অর রাতে ছেলেদের সেরা খেলোয়াড়ের ট্রফি ওঠে গত মৌসুমে স্পেনের হয়ে ইউরো ও ম্যানচেস্টার সিটির হয়ে লিগজয়ী রদ্রি। রিয়ালের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জিতেছেন ভিনি।