টানা ব্যর্থতার দায়ে কয়েক দিন আগে জার্মানির কোচের পদ থেকে ছাঁটাই হন হানসি ফ্লিক। ২০২১ সালের আগস্টে বিশ্বকাপজয়ী কোচ ইয়াখিম ল্যুভের জায়গায় দায়িত্ব পেয়েছিলেন ফ্লিক। তাঁর অধীনে ১৭ ম্যাচের মাত্র ৪টিতে জিতেছে জার্মানি, যেখানে শেষ ৬ ম্যাচে জয় মাত্র ১টি। শেষ জয়টা আবার ৬ মাস আগে। সব মিলিয়ে ৭৭০ দিন দায়িত্বে থাকার পর ব্যর্থতার দায় কাঁধে নিয়ে চলে যেতে হয়েছে ফ্লিককে।
এর পর থেকেই ফুটবলপ্রেমীদের চোখ ছিল জার্মানির নতুন কোচের পদে। কে আসছেন ফ্লিকের স্থলাভিষিক্ত হয়ে সেটা নিয়ে চলছে নানা গুঞ্জনও। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপসহ একাধিক হাইপ্রোফাইল কোচের নাম শোনা গেলেও পরে জানা যায়, বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ইউলিয়ান নাগলসমানই হতে যাচ্ছেন জার্মানির নতুন কোচ। এরই মধ্যে নাকি জার্মানির পক্ষ থেকে নাগলসমানকে প্রস্তাবও দেওয়া হয়েছে এবং দুই পক্ষ সমঝোতায়ও পৌঁছেছে।
এর আগে দুই পক্ষের সমঝোতার বিষয়টি ঝুলে আছে বলে জানায় জার্মান সংবাদমাধ্যম কিকার। তারা জানায়, দুই পক্ষ নাকি বেতনের বিষয়ে একমত হতে পারছে না। সংবাদমাধ্যমটির দেওয়া তথ্যমতে, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) নাকি নাগলসমানকে বছরে ৪০ লাখ ইউরোর প্রস্তাব দিয়েছে। কিন্তু নাগলসমানের চাওয়া বছরে ৭০ লাখ ইউরো। বেতন নিয়ে দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানের কারণেই মূলত ঝুলে যায় নাগলসমানের দায়িত্ব নেওয়ার বিষয়টি।
এদিকে আরেক জার্মান সংবাদমাধ্যম বিল্ডসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, দুই পক্ষই চুক্তির ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে। ২০২৪ সালের ইউরো পর্যন্ত নাগলসমানের দায়িত্বে থাকাটা নিশ্চিত। আর জার্মানিতে আজকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসবে বলেও জানায় তারা। তবে নাগলসমানের জন্য ডিএফবির প্রস্তাবিত বেতন, বায়ার্ন তাঁকে যা দিত, তার চেয়ে অনেক কম। নাগলসমান বায়ার্নে বছরে দুই কোটি ইউরো করে পেতেন। দায়িত্বে থাকলে ২০২৬ পর্যন্ত এ বেতন পাওয়ার কথা ছিল তাঁর।
এর আগে গত মার্চে পারফরম্যান্স অসন্তোষজনক হওয়ার কারণে নাগলসমানকে ছাঁটাই করে বায়ার্ন মিউনিখ। সে সময় দেওয়া বিবৃতিতে তাঁকে ছাঁটাইয়ের বিষয়টি ব্যাখা করা হয় এভাবে, ‘রোববার (১৯ মার্চ) বেয়ার লেভারকুসেনের কাছে হারের পরই আমরা প্রধান নির্বাহী অলিভার কান ও প্রযুক্তিগত পরিচালক মার্কো নেপ্পের সঙ্গে আলোচনায় বসেছিলাম। আমরা সবকিছু পর্যালোচনা করেছি। বিশেষ করে মৌসুমের দ্বিতীয়াংশ। জানুয়ারির পর আমরা মাত্র ৩টি ম্যাচ জিতেছি। স্টুটগার্ট ও ভল্ফসবুর্গের বিপক্ষে জয় দুটিই ছিল ভাগ্যের জোরে।’
তবে একাধিক সংবাদমাধ্যম সে সময় ছাঁটাইয়ের কারণ হিসেবে তাঁর প্রেমিকার কথাও বলেছিল। জার্মানির বিখ্যাত সংবাদপত্র বিল্ডের বায়ার্ন মিউনিখ প্রতিনিধি লিনা ভুরজেনবার্গার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নাগলসমান। লিনার মাধ্যমে দলের ভেতরকার খবর বাইরে আনার কারণে নাগলসমান ছাঁটাই হয়েছেন বলে জানায় অনেক সংবাদমাধ্যম। যদিও এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।