ম্যাচ শেষে হতাশ সালাহ হাত মেলাচ্ছেন ওয়েস্ট হামের খেলোয়াড়দের সঙ্গে
ম্যাচ শেষে হতাশ সালাহ হাত মেলাচ্ছেন ওয়েস্ট হামের খেলোয়াড়দের সঙ্গে

‘আমি কথা বললে আগুন লেগে যাবে’—ক্লপের সঙ্গে ঝামেলা নিয়ে সালাহ

ইয়ুর্গেন ক্লপ যখন ঘোষণা দিয়েছিলেন মৌসুম শেষে অ্যানফিল্ডকে বিদায় বলে দেবেন, সেই সময় চারটি শিরোপার লড়াইয়ে ছিল তারা। দলটির সমর্থকেরা মনে করেছিলেন, যাওয়ার বেলায় ক্লপ হয়তো রাঙিয়ে দিয়ে যাবেন! কিন্তু অ্যানফিল্ডে জার্মান এই কোচের শেষ সময়টা আগের যেকোনো সময়ের চেয়ে যেন বেশি বিষাদে কাটছে। একে একে সব কটি শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ লিভারপুল ২-২ গোলে ড্র করেছে ওয়েস্ট হামের সঙ্গে। এই ড্রর পর ৩৫ ম্যাচে ক্লপের দলের পয়েন্ট ৭৫। ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আর্সেনাল আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৬।

ওয়েস্ট হামের সঙ্গে ড্র করে শিরোপা লড়াই থেকে আরও একটু দূরে চলে যাওয়ার হতাশার সঙ্গে লিভারপুলকে নিয়ে ম্যাচ শেষে আলোচনা হচ্ছে ডাগআউটে কোচ ক্লপ আর দলের অন্যতম সেরা তারকা মোহাম্মদ সালাহর ঝামেলা নিয়ে।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সেই ঝামেলার বিষয়টি এড়িয়েই গেছেন ক্লপ। কিন্তু মাঠ ছাড়ার সময় এটা নিয়ে সালাহকেও প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। তার উত্তরে সালাহ বলেছেন, সেটার মর্মার্থ দাঁড়ায় এ রকম—তিনি এ নিয়ে কথা বললে আগুন জ্বলবে!

সালাহকে আজ বেঞ্চে রেখে ম্যাচ শুরু করেছিলেন লিভারপুল কোচ ক্লপ। কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের। ৪৩ মিনিটে জ্যারড বোয়েনের গোলে পিছিয়ে পড়ে তারা। ৪৮ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের গোলে অবশ্য সমতায় ফেরে লিভারপুল। ৬৫ মিনিটে আলফোঁস আরেওলার আত্মঘাতী গোলে এগিয়েও যায় ক্লপের দল। তবে মিখাইল আন্তোনিওর ৭৭ মিনিটের গোলে ওয়েস্ট হামকে সমতায় ফেরে।

এর ২ মিনিট পর লুইস দিয়াজের বদলি হিসেবে সালাহকে মাঠে নামান ক্লপ। মাঠে নামার আগে ডাগআউটে দুজনকে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে। একই সময়ে ওয়াতারু এন্দোর পরিবর্তে দারউইন নুনিয়েজকেও মাঠে নামান সালাহ। মাঠে নামার সময় নুনিয়েজ ধাক্কা দিয়ে সালাহকেও নিয়ে যান। ক্লপ-সালাহর তর্কও সেখানেই থেমে যায়।

লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ

ম্যাচ শেষে এ নিয়ে ক্লপ বলেছেন, ‘আমরা এ নিয়ে ড্রেসিংরুমে কথা বলেছি এবং আমার কাছে এটা এখানেই শেষ।’ সালাহও তাই মনে করেন কি না, এই প্রশ্নে ক্লপের উত্তর, ‘আমার কাছে সেটাই মনে হয়েছে।’

সালাহকে এ বিষয়ে যখন সাংবাদিকেরা প্রশ্ন করেন, তিনি উত্তর দেন, ‘আমি যদি আজ কথা বলি, তাহলে আগুন লেগে যাবে।’