আবদুল্লাহ হেল বাকি
আবদুল্লাহ হেল বাকি

তাঁদের চোখে বিশ্বকাপ

‘মেসিদের টাইব্রেকারের সময় হার্টবিট বেড়ে গিয়েছিল’

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনেও উন্মাদনার কমতি নেই। প্রিয় দল, প্রিয় ফুটবলারদের নিয়ে সবারই আছে আবেগ আর প্রত্যাশা। আছে বিশ্বকাপ নিয়ে অনেক স্মৃতিও। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের বিশ্বকাপ–ভাবনা নিয়েই এ আয়োজন। আজ শুনুন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শুটার আবদুল্লাহ হেল বাকির কথা—

প্রশ্ন

বিশ্বকাপের ম্যাচগুলো নিশ্চয়ই দেখছেন...

আবদুল্লাহ হেল বাকি: হ্যাঁ, এত দিন গ্রামের বাড়িতে খেলা দেখেছি। তিন দিন হলো ঢাকায় এসেছি। বাকি ম্যাচগুলো বাসায় দেখছি।

প্রশ্ন

আপনি তো নাকি আর্জেন্টিনার পাঁড় সমর্থক। পরশু নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচে আপনার মনের অবস্থা কেমন ছিল?

বাকি: টাইব্রেকারের সময় আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, শরীর কাঁপাকাপি শুরু হয়। মনে হচ্ছিল, আমিই শুট করছি! বন্ধুদের সঙ্গে খেলা দেখছিলাম। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের মানসিক অবস্থা দেখে আগেই বলেছিলাম, সে গোল সেভ করবে। ও সেটাই করেছে। আসলে একই রাতে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো বড় দুই দলের ম্যাচ নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। সমর্থকদের ওপর দিয়ে বিশাল ঝড় বয়ে গেছে।

প্রশ্ন

আপনি তো বিকেএসপির ছাত্র ছিলেন। সেখানে বিশ্বকাপের উন্মাদনা কেমন ছিল?

বাকি: বন্ধুরা চাঁদা তুলে হাউসের ছাদে বিশাল পতাকা টাঙাতাম। এত বড় পতাকা বানাতাম যে সেটা ছাদ থেকে মাটিতে গড়িয়ে পড়ত। আর্জেন্টিনা জিতলে বিজয়মিছিল করে কলেজের গেট পর্যন্ত যেতাম। তবে হেরে গেলে টেলিভিশন রুমের দিকে আর ভুলেও যেতাম না। অবশ্য বিকেএসপির চেয়ে উন্মাদনা বেশি হয় আমাদের গ্রামে।

প্রশ্ন

সেটা কেমন?

বাকি: গাজীপুরে আমাদের বাড়ির পাশের উজিলাব সরকারি বিদ্যালয় মাঠে সব সময় বিশ্বকাপের খেলা দেখি। এবার বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর আয়োজন করেছি আমরা। প্রতিটি আর্জেন্টিনা ম্যাচের আগে খিচুড়ি-মাংস রান্না করি। আর্জেন্টিনার প্রথম ম্যাচে বিশাল প্রস্তুতি নিই। ধরেই নিয়েছিলাম সৌদি আরবের বিপক্ষে জিতব। কিন্তু হারল আর্জেন্টিনা। মনের দুঃখে কেউ খাইনি। পরে ব্রাজিলের সমর্থকেরা সেই খাবার খেয়েছিল।

প্রশ্ন

আপনার দেখা প্রথম বিশ্বকাপের স্মৃতি মনে আছে?

বাকি: ২০১০ বিশ্বকাপের কথা মনে আছে। সেবার নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।

প্রশ্ন

প্রথম কোন ফুটবলারের খেলা ভালো লেগেছিল?

বাকি: আমি মেসির খেলা দেখে আর্জেন্টিনার সমর্থক হয়েছি।

প্রশ্ন

এবার চ্যাম্পিয়ন হতে পারে কারা?

বাকি: আর্জেন্টিনা অথবা ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে।

প্রশ্ন

সর্বোচ্চ গোলদাতার পুরস্কার কে জিততে পারেন?

বাকি: মেসি এরই মধ্যে ৪টি গোল করেছে। আর্জেন্টিনা ফাইনালে উঠলে সে–ই জিতবে এ পুরস্কার।