ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা

‘আমার জীবন তো আপনাদের চেয়ে উন্নত’—সাংবাদিকদের মনে করিয়ে দিলেন গার্দিওলা

আগের ম্যাচটায় চেলসির বিপক্ষে গোলের পর গোল মিস করেছেন আর্লিং হলান্ড। তাঁর দল ম্যানচেস্টার সিটিও সেদিন প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে হারাতে পারেনি। সেই ম্যাচের পর হলান্ডের সমালোচনা কম হয়নি। নরওয়েজীয় স্ট্রাইকার পরের ম্যাচেই দলকে জেতানো গোলটি করে জবাব দিয়েছেন সেই সমালোচনার। কাল রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে সিটি জিতেছে হলান্ডের একমাত্র গোলেই।

সেই জয়ের পর সিটি কোচ পেপ গার্দিওলা পাল্টা তোপ দাগলেন হলান্ডের সমালোচকদের দিকে। স্প্যানিশ কোচ হলান্ডের সমালোচনার আগে দুবার ভাবতে বললেন সবাইকে। সাংবাদিকদেরও একহাত নিয়েছেন গার্দিওলা।

ব্রেন্টফোর্ড ম্যাচের পর গার্দিওলার কথা বলেছেন সংবাদমাধ্যমের সামনে। সেখানেই হলান্ডের সমালোচনা করতে বারণ করলেন গার্দিওলা, ‘আমি তো সাংবাদিক ছিলাম না, তবু আমার এক বন্ধু বলেছিল, ‘‘বড় মাপের স্ট্রাইকাররা অনেক অনেক গোল করে। বেশি সমালোচনা করো না, সে তোমাকে মুখ বন্ধ করতে বাধ্য করবে।’’’

আর্লিং হলান্ডের গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়েছে সিটি

হলান্ডে আস্থা না রাখার কোনো কারণই খুঁজে পাননি গার্দিওলা, ‘জানতাম আজ হোক, কাল হোক, সে নিজেকে ফিরে পাবেই। (গোল করার জন্য) আপনি যদি আমাকে একজন খেলোয়াড়কে বেছে নিতে বলেন, তবে আমি ওকেই নেব।’

চেলসির বিপক্ষে ম্যাচে কেন অত বাজে খেলেছিলেন সিটি স্ট্রাইকার, সেই ব্যাখ্যা দিতে গিয়ে গার্দিওলা জানালেন হলান্ডের দাদির মৃত্যুর খবর, ‘সে দুই মাস চোটের কারণে বাইরে ছিল। শারীরিকভাবে নিজেকে পুরোপুরি ফিরেও পায়নি সে। আর তার জন্য খুবই কঠিন গেছে সপ্তাহটা, তার দাদি মারা গেছে। একজন মানুষের জন্য খুব সহজ নয় বিষয়টা।’

আগের ম্যাচে চেলসির বিপক্ষে গোল পাননি হলান্ড

কেন সাংবাদিক হওয়ার চেষ্টা করেননি, এমন প্রশ্নের উত্তরও দিতে হলো সিটিকে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জেতানো এই কোচকে। গার্দিওলা একটু মজা করেই উত্তরটা দিলেন, ‘আমি তো ম্যানেজার (কোচ)। আমার জীবন তো আপনাদের চেয়ে উন্নত। আপনাদের সঙ্গে কিন্তু আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই।’

ব্রেন্টফোর্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে সিটি। ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট দলটির। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল।