এখন এসি মিলানে খেলেন ইব্রা
এখন এসি মিলানে খেলেন ইব্রা

মেসি–নেইমার–এমবাপ্পে ত্রয়ী যথেষ্ট নয়, ইব্রাকে ফ্রেঞ্চ লিগে লাগবেই!

বয়স হয়ে গেছে ৪১ বছর। কিন্তু জ্লাতান ইব্রাহিমোভিচ যেন এখনো সেই তরুণই আছেন! চল্লিশ পেরোলে অনেককেই চালশেতে পেয়ে বসে, কারও হাঁটুতে টান লাগে। চল্লিশে পা রাখার আগেই অনেক ফুটবলারের ক্যারিয়ারে যতি পড়ে যায়। চল্লিশের কাছাকাছি বয়সেও যাঁরা খেলেন, তাঁদের পারফরম্যান্সে থাকে ভাটার টান। কিন্তু ৪১ বছর বয়সেও ইব্রার খেলায় আর কথায় বুড়িয়ে যাওয়ার কোনো লক্ষণই নেই!

চোট নিয়ে আপাতত মাঠের বাইরে আছেন এসি মিলানের সুইডিশ ফরোয়ার্ড। এ বছর আর ফিরতে পারবেন না মাঠে। এর মধ্যেই ফ্রেঞ্চ লিগ ‘আঁ’ নিয়ে কথা বলেছেন ইব্রা। ইব্রামোভিচের কথায় কেউ কেউ তাঁর ইতালিয়ান লিগ ছেড়ে ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে যেতে চাওয়ার ইঙ্গিত পেতে পারেন।

নেইমার, এমবাপ্পে ও মেসি। পিএসজির অনুশীলনে

ইব্রা দাবি করেছেন, তিনি ফ্রান্স ছাড়ার পর ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র মান অনেক কমে গেছে! ফরাসি লিগে এখন সময়ের অন্যতম সেরা তিন ফুটবলার লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে আছেন। কিন্তু পিএসজির এই ত্রয়ী ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র মান উঁচুতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নন বলে মনে করেন ইব্রা।

২০১২ থেকে ২০১৬—এই চার বছর ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে পিএসজির হয়ে খেলেছেন ইব্রাহিমোভিচ। এই সময়ে টানা চারটি লিগ ‘আঁ’সহ ১২টি শিরোপা জিতেছেন তিনি।

পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ১৫৬ গোল করেছেন ইব্রা। এডিনসন কাভানি (২০০) ও এমবাপ্পের (১৮৮) পর তিনি এখন প্যারিসের ক্লাবটির তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। তবে ম্যাচপ্রতি গোল করার হিসেবে এ দুজনকে পেছনে ফেরেছেন ইব্রা। ম্যাচপ্রতি তাঁর গোল ০.৮৭ করে!

অতীতের সেই আত্মবিশ্বাস থেকেই হয়তো ইব্রা ফরাসি একটি টেলিভিশনকে বলেছেন, ‘আমি ফ্রান্স ছাড়ার পর থেকে সবকিছু ভেঙে পড়ছে। এখন আর আগ্রহ জাগানিয়া কোনো কিছু নেই। ফ্রান্সের আমাকে প্রয়োজন, কিন্তু ফ্রান্সকে আমার প্রয়োজন নেই।’

ইব্রাহিমোভিচ এরপর যোগ করেন, ‘এমনকি এমবাপ্পে, নেইমার আর মেসিও যথেষ্ট নয়। কারণ, তোমাদের (ফুটবলে) এখন ঈশ্বরই নেই!’