আরও চার বছর বেড়েছে ফ্রান্সের কোচ হিসেবে দেশমের চুক্তির মেয়াদ
আরও চার বছর বেড়েছে ফ্রান্সের কোচ হিসেবে দেশমের চুক্তির মেয়াদ

দেশমই ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ

২০১২ সালের ৮ জুলাই। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে সেদিন নিয়োগ পেয়েছিলেন দিদিয়ের দেশম। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) দুই বছরের চুক্তিতে কোচ করেছিল বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

দুই বছর পেরিয়েছে সেই কবে। সেই দেশম এখনো ফ্রান্সের কোচ। সবকিছু ঠিক থাকলে ২০১৮ সালে কোচ হিসেবেও ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দেশম ২০২৬ বিশ্বকাপেও এমবাপ্পেদের কোচ থাকবেন। আজ নিজেই সুখবরটা দিয়েছেন ৫৪ বছর বয়সী দেশম।

আগের চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকার কথা ছিল দেশমের। দেশকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠালেও এবার কাতারে রানার্সআপ হতে হয়েছে দেশমদের। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারার পর এফএফএফ দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়াবে কি না, সেটি নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে আজ সেই আলোচনার অবসান ঘটল।

২০১৮ সালে দেশমের কোচিংয়েই বিশ্বকাপ জিতেছে ফ্রান্স

এর আগে ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছিল, কোচ হিসেবে ফ্রান্সকে তিনটি বিশ্বকাপে নিয়ে যাওয়া দেশমের চুক্তি দুই বছরের বেশি বাড়াতে অনিচ্ছুক এফএফএফ সভাপতি নোয়েল গ্র্যায়েত। গ্রায়েত চাইছিলেন ২০২৪ ইউরো পর্যন্ত দেশমকে রাখতে।

আমি এখন এমন একটা কিছু ঘোষণা করতে যাচ্ছি, যেটি আমার জন্য খুব খুশির খবর। আর খবরটা হলো সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন, আমার (চুক্তির) মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়াতে।
দিদিয়ের দেশম, কোচ, ফ্রান্স

আজ সেই দেশম এফএফএফের সাধারণ সভা শেষে চুক্তির মেয়াদ বাড়ানোর খবর দিয়েছেন, ‘আমি এখন এমন একটা কিছু ঘোষণা করতে যাচ্ছি, যেটি আমার জন্য খুব খুশির খবর। আর খবরটা হলো সভাপতি সিদ্ধান্ত নিয়েছেন, আমার (চুক্তির) মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়াতে। আমাকে সব সময় সমর্থন দিয়ে যাওয়ায় ও আমার ওপর আস্থা রাখার জন্য সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি। ফ্রান্স দলের সবকিছু ঠিকঠাক চলতে এমন কিছুরই দরকার ছিল।’

২০১৪ সালে দেশমের অধীনে খেলা প্রথম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে ফ্রান্স। শেষ আটে ফরাসিদের দৌড় শেষ হয়েছিল ওই বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানির কাছে হেরে। বিশ্বকাপের আগেই অবশ্য চুক্তির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ায় এফএফএফ। দুই বছর পর দলকে ইউরোর ফাইনালে তুললেও শেষ হাসি হাসতে পারেননি দেশম। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের কাছে হেরে গিয়েছিল ফ্রান্স। তবে সেটি আরও চার বছরের জন্য দেশমের ফ্রান্সের কোচ থাকায় বাধা হতে পারেনি।

খেলোয়াড় ও কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জিতেছেন দেশম

২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২১ সালে অনুষ্ঠিত ২০২০ ইউরোতে অবশ্য শেষ ষোলোতেই শেষ হয় ফরাসিদের যাত্রা। এরপর তো গত মাসে কাতারে ‘সর্বকালের সেরা ফাইনালে’ মেসিদের কাছে টাইব্রেকারে সেই হার।

চুক্তির মেয়াদ পূর্ণ করে ২০২৬ সালে কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকোর যৌথ আয়োজনের বিশ্বকাপে দেশম শেষ পর্যন্ত থাকতে পারেন কি না, প্রশ্ন সেটিই।