সৌদি আরবের রাজধানী রিয়াদে কেমন সময় কাটছে ক্রিস্টিয়ানো রোনালদোর?
অপেক্ষায়—এটা উত্তর হতে পারে। আল নাসরের হয়ে এখনো মাঠে নামতে পারেননি। সৌদির ক্লাবটির ভক্তরাও অপেক্ষায় আছেন রোনালদোকে নিজেদের জার্সিতে দেখার।
সংবাদমাধ্যম জানিয়েছে, ১৯ জানুয়ারিতেই অপেক্ষা ঘুচে যাবে রোনালদোর। আল নাসর ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে বানানো দলের অধিনায়কত্ব করবেন রোনালদো, আর সেই দলটি প্রীতি ম্যাচে সেদিন পিএসজির মুখোমুখি হবে। এর মধ্য দিয়ে সৌদি আরবের মাটিতে অভিষেক ঘটবে রোনালদোর। তবে শুধু আল নাসরের হয়ে সৌদির লিগে রোনালদো কবে মাঠে নামবেন, তা এখনো নিশ্চিত নয়।
রোনালদো আপাতত আল নাসরের অনুশীলন নিয়ে ব্যস্ত। তাঁর পরিবারও সৌদি আরবে অবস্থান করছে। অনুশীলনের বাইরে পাওয়া সময়টুকু সম্ভবত বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও সন্তানদের নিয়ে সৌদির বিভিন্ন জায়গায় ঘুরেফিরে কাটাচ্ছেন পর্তুগিজ তারকা।
অন্তত রোনালদোর আজকের ফেসবুক-পোস্ট দেখলে সেটাই মনে হবে। রিয়াদে ঘুরতে গিয়ে ছবি তুলে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্ট করেছেন রোনালদো। একটি ছবিতে রোনালদোর সঙ্গে জর্জিনা রদ্রিগেজ এবং সন্তানেরা। অন্যটিতে শুধু রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ক্যাপশনে লিখেছেন, ‘আমার ভালোবাসার মানুষদের সঙ্গে কাটানো সুন্দর সময়।’
রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র যোগ দিয়েছে সৌদির ফুটবল একাডেমি মাহ্দে। পর্তুগিজ ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদে থাকতে মাদ্রিদের ক্লাবটিতে ফুটবলে হাতেখড়ি ঘটে জুনিয়রের। ২০১৮ সালে রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার পর জুনিয়রও নাম লেখায় ‘তুরিনের বুড়ি’দের বয়সভিত্তিক দলে।
রোনালদো এরপর জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর জুনিয়রকেও তাই একাডেমি পাল্টাতে হয়। এবার ঠিকানা হয় ইউনাইটেডের একাডেমি। তাঁর বাবা সেখান থেকে ঠিকানা পাল্টে সৌদি আরবে চলে আসায় জুনিয়রকেও বাধ্য হয়ে ঠিকানা পাল্টাতে হলো। বাবা-মায়ের সঙ্গে ঘুরেফিরে আপাতত ভালোই সময় কাটছে ক্রিস্টিয়ানো জুনিয়রের।