ইলকায় গুনদোয়ানকে অধিনায়ক করে ইউরো ২০২৪-এর দল ঘোষণা করেছে জার্মানি। দলে জায়গা হয়নি বরুসিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তোলার অন্যতম নায়ক ম্যাটস হুমেলসের। নেই সার্জ নাব্রি, লিওন গোরেৎসকা, টিমো ভেরনার, নিকলাস সুলেরাও। আজ জার্মানি জাতীয় দলের কোচ ইউলিয়ান নাগলসমান ২৭ সদস্যের দল ঘোষণা করেন।
এবারের ইউরোতে প্রতিটি দল ২৬ জনের স্কোয়াড রাখতে পারবে। জার্মানির ঘোষিত দল থেকে ৭ জুনের মধ্যে একজন বাদ পড়বেন। আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া এবারের ইউরো হবে জার্মানিতেই।
জার্মানির ইউরো দলে সুযোগ না পাওয়া ভেরনার ২০২৩ সালের পর জাতীয় দলে খেলেছেনই মাত্র ২ ম্যাচ। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ধারে থাকা টটেনহামের হয়েও খুব একটা ছন্দে নেই। ডর্টমুন্ডে খেলা ডিফেন্ডার সুলেও তাঁর সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলে জায়গা করতে পারেননি। তবে ৩৫ বছর বয়সী হুমেলস নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন। ২০১৪ বিশ্বকাপজয়ী দলে থাকা এই ডিফেন্ডার চলতি মৌসুমে ডর্টমুন্ডের হয়ে ভালো খেলছেন। আগামী ১ জুন রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলবে তাঁর দল। জার্মানি দলে নেই বায়ার্ন মিউনিখের লিওন গোরেৎসকাও।
ইউরোর দলে না থাকাদের মধ্যে সবচেয়ে বড় দুর্ভাগা অবশ্য নাব্রি। ছন্দে থাকা বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড উয়েফা চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চোটে পড়েন। চলতি মৌসুমে তাঁর আর মাঠে নামা হচ্ছে না। নাব্রি ফিট থাকলে অবশ্যই ইউরোয় খেলতেন জানিয়ে জার্মানি কোচ হুমেলস ও গোরেৎসকাকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন এভাবে, ‘তাদের দুজনের সঙ্গেই আমার লম্বা আলাপ হয়েছে। ওরা দুজনই হতাশ, আর সেটা বোধগম্যও। দিন শেষে আমাকে দলের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। জাতীয় দলে থাকার জন্য সবই করেছে তারা। আমি বোঝানোর চেষ্টা করেছি. কী কারণে তাদের রাখা যাচ্ছে না।’
এঁরা না থাকলেও নাগলসমানের দলে আছেন ৩৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস।
ইউরো শুরুর আগে ইউক্রেন ও গ্রীসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। ১৪ জুন ইউরোর উদ্বোধনী দিনে জার্মানি খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ হাঙ্গেরি (১৯ জুন) ও সুইজারল্যান্ড (২৩ জুন)।
গোলকিপার: অলিভার বাউমান, ম্যানুয়েল নয়্যার, আলেক্সান্ডার নুবেল, মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
ডিফেন্ডার: ভালদেমার অ্যান্টন, বেঞ্জামিন হেনরিকস, জশুয়া কিমিখ, রবিন কচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাড, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, জোনাথান টাহ।
মিডফিল্ডার: রবার্ট আনড্রিখ, ক্রিস ফুরিখ, পাসকাল গ্রো, ইকলায় গুনদোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেক্সান্দার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান ভার্টজ।
ফরোয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বেইয়ের, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, টমাস মুলার ও ডেনিস উনদাব।