বায়ার্ন মিউনিখ তারকা সাদিও মানে
বায়ার্ন মিউনিখ তারকা সাদিও মানে

সতীর্থকে ঘুষি মেরে নিষিদ্ধ মানে, পেতে পারেন আরও বড় শাস্তি

সতীর্থকে ঘুষি মেরে বেশ বিপাকেই পড়েছেন বায়ার্ন মিউনিখের সেনেগাল তারকা সাদিও মানে। জার্মান ফরোয়ার্ড লিরয় সানেকে ঘুষি মেরে ঠোঁট ফাটানোর ঘটনায় তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বায়ার্ন কর্তৃপক্ষ।

তবে তাঁর শাস্তি সম্ভবত এটুকুতেই শেষ হচ্ছে না, ধারণা করা হচ্ছে মানেকে বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। পাশাপাশি এই ঘটনায় পুরো বায়ার্ন দলের কাছে সানে ও মানের ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছে।

সানে–মানের এই মারামারির ঘটনাটি ঘটেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৩–০ গোলে হারা ম্যাচকে কেন্দ্র করে। খেলা চলাকালেই দুজনের বাদানুবাদ হয়। মাঠে সানের প্রতিক্রিয়া জানানোর ধরন পছন্দ হয়নি মানের। একই ঘটনা নিয়ে ড্রেসিংরুমেও ঝগড়ায় জড়িয়ে পড়েন এই দুই বায়ার্ন তারকা। ঘটনার একপর্যায়ে সানের মুখে ঘুষি মেরে বসেন মানে। পরে সতীর্থরা এসে এ দুজনকে থামান।

বায়ার্নের দুই তারকা সাদিও মানে ও লিরয় সানে

দলের দুই তারকা ফুটবলারের এমন ঘটনা মোটেই স্বাভাবিকভাবে নেয়নি বায়ার্ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক বিবৃতিতে মানেকে হফেনহেইমের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ করার কথা নিশ্চিত করেছে তারা। পাশাপাশি তাঁকে আর্থিক জরিমানাও করা হয়েছে। স্কাই স্পোর্টস জানিয়েছে, শাস্তি ঘোষণার আগে বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান ও ক্রীড়া পরিচালক হাসান সালিহামিজিচ মানেকে ডাকেন।

পুরো দলের সামনে তাঁদের ক্ষমা চাইতে বলা হয়। তবে একাধিক ইউরোপীয় সংবাদমাধ্যম বলছে, মানের শাস্তি এখানেই শেষ হচ্ছে না। বায়ার্ন নাকি মানের বিরুদ্ধে আরও বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থাও নিতে যাচ্ছে। যেখানে বলা হচ্ছে, এই ঘটনার জেরে মানেকে আগামী মৌসুমে নাকি ক্লাবও ছাড়তে হতে পারে। সব মিলিয়ে মানের সময়টা যে ভালো যাচ্ছে না, তা বলাই যায়।