ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি

বলেছেন জাভি

মেসিকে আরও ভালো খেলোয়াড় বানিয়েছেন রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, এই বিতর্কে প্রায় দুই দশক ধরে ভাগ হয়ে আছে ফুটবল বিশ্ব। দুজনেরই বিশ্বজুড়ে বিশাল ভক্তকূল। যাঁদের কাছে পছন্দের জন্যই সবার সেরা।

তবে মেসি-রোনালদোর মধ্যে কে সেরা, সেই সিদ্ধান্ত অমীমাংসিত থেকে গেলেও তাঁরা একজন আরেকজনকে যে আরও পরিণত ফুটবলার বানিয়েছেন, তা নিয়ে সন্দেহ আছে সামান্যই। এ বিষয়ে এবার কথা বলেছেন মেসির সাবেক সতীর্থ ও বার্সেলোনার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ।

মেসিকে নিয়ে বিবিসির বানানো ‘মেসি: দ্য এনিগমা’ নামের এক প্রামাণ্যচিত্রে জাভি বলেছেন, মেসিকে আরও ভালো খেলোয়াড় হতে সাহায্য করেছেন রোনালদো।

লম্বা সময় একসঙ্গে খেলেছিলেন মেসি ও জাভি

লম্বা সময় লা লিগায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে খেলেছেন মেসি ও রোনালদো। বার্সেলোনার হয়ে সাফল্যের শিখর ছুঁয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। আর রোনালদো নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন রিয়ালে। দুজন মিলে জিতেছেন ১২টি ব্যালন ডি’অর ট্রফি।

এ দুজনের দ্বৈরথ খুব কাছ থেকে দেখেছেন স্প্যানিশ কিংবদন্তি জাভি। তিনি বলেন, ‘আরও ভালো খেলোয়াড় হওয়ার জন্য তার (মেসি) ওপর বাড়তি চাপ প্রয়োগ করেছেন ক্রিস্টিয়ানো (রোনালদো)। ক্রিস্টিয়ানো কিংবা লিও (মেসি) দুজনই হয়তো এটা স্বীকার করবে না।’

মেসি-রোনালদোর সময় রিয়াল-বার্সার এল ক্লাসিকো মানেই ছিল বাড়তি উত্তাপ। অনেক সময় দুই দলের লড়াই মাঠের প্রতিদ্বন্দ্বিতাকেও ছাপিয়ে গিয়েছে। রোমাঞ্চ ছড়ানো অনেক ম্যাচে হাতাহাতিতেও জড়াতে দেখা গেছে দুই দলকে। সে সময় দুই দলেরই লড়াইয়ের মধ্যমণি ছিলেন মেসি-রোনালদো।

তাঁরা যে একে ওপর নজর রাখতেন, সেটি উল্লেখ করে জাভি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে তারা একে অপরের ওপর নজর রাখত। যদি আপনি লড়াকু হন, তবে আপনি অবশ্যই সেরা হতে চাইবেন।’

বিবিসির বানানো এক ঘণ্টার এই প্রামাণ্যচিত্রে মেসির সতীর্থ, তাঁর বিপক্ষে খেলা এবং যেসব সাংবাদিকেরা তাঁকে কাছ থেকে দেখেছেন, তাঁরাও কথা বলেছেন। খেলোয়াড় মেসির পাশাপাশি মানুষ মেসির বিভিন্ন দিক তুলে আনার চেষ্টা করা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।