পিএসজির জন্য মঙ্গলবার রাত ছিল উৎসবের। ঘরের মাঠে ম্যাকাবি হাইফাকে রীতিমতো বিধ্বস্ত করেছে পিএসজি। ৭-২ ব্যবধানের বড় জয়ে নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোও।
তবে নেইমারের জন্য ম্যাচটি ছিল ‘হরিষে বিষাদে’র। ম্যাকাবির বিপক্ষে প্রথম লেগের মতো এই লেগেও হলুদ কার্ড দেখেছেন তিনি। এ নিয়ে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বে তৃতীয় হলুদ কার্ড দেখলেন ব্রাজিলিয়ান তারকা।
শাস্তিস্বরূপ নেইমার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে পারবেন না। আগামী মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে জুভেন্টাসের মুখোমুখি হবে পিএসজি।
নেইমারের আগের দুটি হলুদ কার্ডের মধ্যে ম্যাকাবি ম্যাচের কার্ডটি ছিল উদ্যাপনের কারণে।
সেদিন ইসরায়েলি ক্লাবটির বিপক্ষে গোলের পর দুহাত মাথার সঙ্গে ঠেকিয়ে জিব বের করে উদ্যাপন করেছিলেন নেইমার। এ ধরনের উদ্যাপন আগে থেকে করলেও সেদিনই রেফারি তাঁকে প্রথম কার্ড দেখান।
গতকাল রাতের কার্ডটি দেখেছেন প্রতিপক্ষ ও রেফারির সঙ্গে তর্ক করে। ম্যাচের ২৭ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পেকে ট্যাকল করেন ম্যাকাবির সেন্টার ব্যাক আবদোলায়ে সেক। নেইমার গিয়ে সেকের সঙ্গে তর্ক শুরু করেন।
এ ঘটনায় রেফারি ফেলিক্স জোয়ায়ের নেইমারকে হলুদ কার্ড দেখান। কার্ডের শাস্তি মানতে না পেরে ফেলিক্সের সঙ্গেও তর্কে জড়ান নেইমার।
পাঁচ ম্যাচে তিনটি হলুদ কার্ড হয়ে যাওয়ায় এখন এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকতে হবে নেইমারকে। নেইমারবিহীন ম্যাচটি অবশ্য পিএসজির জন্য বেশ গুরুত্বপূর্ণই।
জুভেন্টাস-পিএসজি আর বেনফিকা-ম্যাকাবি ম্যাচের ফলে চূড়ান্ত হবে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ। পাঁচ ম্যাচ শেষে পিএসজি, বেনফিকা উভয় দলের পয়েন্ট ১১ করে। তবে গোলের ব্যবধানে এগিয়ে থাকায় এ মুহূর্তে এগিয়ে ফরাসি জায়ান্টরা।
এ মৌসুমে পাঁচ ম্যাচ খেলে মোট ২টি গোল করেছেন নেইমার, যার একটি ছিল ম্যাকাবির বিপক্ষে গত রাতে।