সাফের ফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ
সাফের ফাইনালে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

কীভাবে দেখা যাবে বাংলাদেশের ফাইনাল ম্যাচ

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ ইতিহাস গড়ার চ্যালেঞ্জ বাংলাদেশের মেয়েদের। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ নেপাল। জিততে পারবে বাংলাদেশ? এই ম্যাচ নিয়ে আগ্রহী ফুটবলভক্তের সংখ্যা কম নয়। কিন্তু ম্যাচটি কীভাবে দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন আছে অনেকেরই।

এর আগের ম্যাচগুলো বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল বা ইন্টারনেট প্ল্যাটফর্মে দেখা না গেলেও ফাইনাল ম্যাচটি টেলিভিশনের পর্দায় দেখার সুযোগ আছে। বাংলাদেশের স্পোর্টসভিত্তিক চ্যানেল টি–স্পোর্টস ম্যাচটি দেখাবে। শুধু টিভি পর্দা নয়, ম্যাচটি দেখা যাবে টি-স্পোর্টসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিটে।

ফাইনালে মুখোমুখি হওয়ার আগে শিরোপা নিয়ে দুই দলের অধিনায়কের পোজ

ইন্টারনেটেও ম্যাচটি দেখার সুযোগ আছে। যুক্তরাজ্যভিত্তিক অনলাইন লাইভ ফুটবল স্ট্রিমিং ইলেভেনস্পোর্টস (elevensports.com) নারী সাফের ফাইনাল দেখাবে।

সাফের ষষ্ঠ আসরে এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে এসেছে বাংলাদেশ। ২০১৬ সালে শিলিগুড়ি সাফের ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল। আজ সেই আক্ষেপ ঘোচাতে চান মেয়েরা।

ফাইনালের আগে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সানজিদা আক্তার লিখেছেন, ‘আমরা জীবনযুদ্ধেই লড়ে অভ্যস্ত। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের জন্য শেষ মিনিট পর্যন্ত লড়ে যাব। জয়-পরাজয় আল্লাহর হাতে। তবে বিশ্বাস রাখুন, আমরা আমাদের চেষ্টায় কোনো ত্রুটি রাখব না, ইনশা আল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য।’