রিয়ালের জার্সি পরা ভক্তকে অটোগ্রাফ দিচ্ছেন এমবাপ্পে
রিয়ালের জার্সি পরা ভক্তকে অটোগ্রাফ দিচ্ছেন এমবাপ্পে

রিয়ালের জার্সিতে এমবাপ্পের অটোগ্রাফ

পিএসজি থেকে বিদায় নেওয়ার পর্ব সেরে ফেলেছেন। তবে কিলিয়ান এমবাপ্পে এখনো ঘোষণা দেননি, তাঁর পরবর্তী গন্তব্য কোথায়। এই রহস্য অবশ্য অনেকটাই অনাবৃত যে ফরাসি তারকা রিয়াল মাদ্রিদে যাচ্ছেন।

এমবাপ্পে আপাতত ব্যস্ত ফ্রান্সের হয়ে ইউরোর প্রস্তুতি নেওয়ায় আর রিয়াল মাদ্রিদ ব্যস্ত চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিয়ে। এর মধ্যেই একটা বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে—এমবাপ্পে রিয়ালের জার্সিতে অটোগ্রাফ দিতে শুরু করেছেন! এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, আগামী ৬ জুন এমবাপ্পেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিবে রিয়াল।

গায়ে পরা রিয়ালের জার্সিতে এমবাপ্পের অটোগ্রাফ পেয়ে আনন্দ তাঁর এক ভক্তের
এক্স

ফ্রান্সের অনুশীলন দেখতে কাল ক্লারিফন্তেইনে হাজির হয়েছিল দলটির অনেক সমর্থক। সেখানে অনেক এমবাপ্পে-ভক্তই ছিলেন। এমবাপ্পের সেই ভক্তদের কয়েকজন আবার গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে পরে।

প্রিয় তারকাকে কাছে পেয়ে অটোগ্রাফের জন্য এগিয়ে যান রিয়ালের জার্সি পরা এমবাপ্পের সেই ভক্তরা। এমবাপ্পে কলম হাতে নেওয়ার পর গায়ে থাকা জার্সিই অটোগ্রাফের জন্য এগিয়ে যান তাঁরা। এমবাপ্পেও সেই ভক্তদের গায়ে থাকা রিয়ালের জার্সিতে অটোগ্রাফ দেন।