উন্নতি করতে চাইলে ফিফা উইন্ডোতে নিয়মিত ম্যাচ খেলতে হবে। এই উপলব্ধি থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন নিয়মিত প্রীতি ম্যাচ আয়োজন করে আসছে জামাল ভূঁইয়াদের জন্য। তারই ধারাবাহিকতায় ৪ থেকে ১২ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটিই দেশের মাটিতে আফগানিস্তানের সঙ্গে, ৪ ও ৭ সেপ্টেম্বর। তবে কোথায় খেলা হবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি বাফুফে।
বাফুফের জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ আজ এক ভিডিও বার্তায় শুধু ম্যাচ দুটি চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আগামী সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের উইন্ডোতে আমরা আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ খেলব। ম্যাচ দুটি ৪ ও ৭ সেপ্টম্বর হবে। আমরা শিগগিরই ভেন্যু সম্পর্কে জানাতে পারব। আগামী অক্টোবরে বিশ্বকাপ ও এএফসি বাছাইপর্ব আছে, তারই প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের সঙ্গে এই ফিফা প্রীতি ম্যাচ দুটি খেলছি আমরা।’
দুই দিন আগে বাফুফে সূত্র জানিয়েছিল, ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে একটি ম্যাচ চূড়ান্ত হয়েছে। তবে এই ফিফা উইন্ডোতে বাংলাদেশ একাধিক ম্যাচ খেলতে চাইছে। সেটি হতে পারে দুটি বা তিনটিও। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষও হতে পারে আফগানিস্তান। তৃতীয় ম্যাচ খেললে সম্ভাব্য প্রতিপক্ষ কিরগিজস্তান, মিয়ানমার, নেপাল বা লাওসের মধ্যে কোনো একটি দল। শেষ পর্যন্ত দুটি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে বাফুফে।
কিন্তু ম্যাচ দুটির ভেন্যু নিয়ে বাফুফে পড়েছে বেকায়দায়। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার চলছে দুই বছর ধরে। সংস্কার শেষ হওয়ার নাম নেই। এর ফলে মাঠসংকট তীব্র হয়েছে। এত দিন বিকল্প হিসেবে সিলেটে ম্যাচ খেলেছে বাংলাদেশ। সর্বশেষ গত মার্চে সেশেলসের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচও হয়েছে সেখানে। কিন্তু সিলেটের মাঠ পুরোপুরি ভালো নয় কারণ দেখিয়ে সেখানে খেলার ব্যাপারে আপত্তি উঠেছে বাংলাদেশ দলের ভেতর থেকে। সিলেট বাদ দিয়ে অন্য কোথাও ম্যাচ আয়োজন করতে বাফুফে সভাপতিকে অনুরোধ করেন কয়েকজন ফুটবলার। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাও ভালো মাঠ চান।
কিন্তু ‘ভালো মাঠ’ বাফুফের কাছে নেই। বিকল্প হিসেবে এসেছে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম। ওই মাঠ দেখতে বাফুফের একটি দল চট্টগ্রামে যাওয়ার কথা। ভাবা হচ্ছে বসুন্ধরা কিংসের মাঠ নিয়েও। তবে কিংসের মাঠ আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি এখনো, সেই প্রক্রিয়া অবশ্য চলছে। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ যে মাঠে খেলবেন জামাল ভূঁইয়ারা, সেই মাঠেই সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলা হতে পারে, দুদিন আগে এমনটাই জানিয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
১৬ আগস্ট এএফসি কাপে মালদ্বীপের ক্লাবের সঙ্গে ঢাকা আবাহনীর ম্যাচ সিলেটেই।