ইকুয়েডরের সদ্য বিদায়ী কোচ ফেলিক্স সানচেজ
ইকুয়েডরের সদ্য বিদায়ী কোচ ফেলিক্স সানচেজ

কোপা আমেরিকা

আর্জেন্টিনার কাছে হেরে দায়িত্ব ছাড়লেন ইকুয়েডর কোচ

গত বছরের মার্চে চার বছরের চুক্তিতে ইকুয়েডরের কোচের দায়িত্ব নিয়েছিলেন ফেলিক্স সানচেজ। কিন্তু এক বছর পেরোনোর কয়েক মাস পরই দায়িত্বটি ছাড়তে হলো তাঁকে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আজ আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে (৪–২) ইকুয়েডরের হারের পর ফেলিক্সের দায়িত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)।

ইকুয়েডর ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘এফইএফ জানাচ্ছে, আজ ফেলিক্স সানচেজের সম্মতির ভিত্তিতে তাঁর সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্কের ইতি টানার ব্যাপারে ঐক্যমতে পৌঁছানো গেছে। ফেলিক্স এবং তাঁর কোচিং স্টাফের পেশাদারত্ব ও কাজের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাঁদের সফলতা কামনা করি।’

হিউস্টনে আজ কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে আর্জেন্টিনার সঙ্গে ১–১ গোলের সমতায় ছিল ইকুয়েডর। কিন্তু টাইব্রেকারে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ দুটি শট ঠেকান। এতেই ভেস্তে গেছে ১৯৯৩ সালের পর ইকুয়েডরের প্রথম সেমিফাইনালে খেলার স্বপ্ন।

হারের হতাশা নিয়ে দায়িত্ব ছেড়েছেন সানচেজ

৪৮ বছর বয়সী সানচেজ এর আগে কাতার জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত। ২০১৯ এশিয়ান কাপ জয়ের পাশাপাশি কাতারকে ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও তুলেছেন। বিশ্বকাপে কাতার গ্রুপ পর্বে সব ম্যাচ হারার পর ফেলিক্সের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হয়নি।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরকে নিয়ে ভালোই করছিলেন ফেলিক্স। ৬ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান (পঞ্চম) ব্রাজিল, প্যারাগুয়ে ও চিলির ওপরে। ইকুয়েডরের কোচ হিসেবে ১৯ ম্যাচের ১০টিতে জিতেছেন ফেলিক্স।