তিন দিন আগে, মেয়েদের বিশ্বকাপ যেদিন শুরু হয়, নিউজিল্যান্ডের অকল্যান্ডে বন্দুকধারীর গুলিতে তিনজন মারা যায়। সেদিন ঘটনাটি ঘটেছিল অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ড ও নরওয়ের ম্যাচের আগে। এবার নিউজিল্যান্ডে নারী বিশ্বকাপে ঘটেছে আরেকটি দুর্ঘটনা। নিউজিল্যান্ড দল যে হোটেলে ছিল, সেখানে আগুন লাগে।
তবে শনিবার রাতে আগুন লাগার এ ঘটনায় কোনো বিপদ হয়নি নিউজিল্যান্ড দলের কারও। অল্প সময়ের জন্য শুধু নিউজিল্যান্ড নারী দলকে ওই হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়। সাময়িকভাবে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হোটেলের পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নিতে হয়েছিল।
এই আগুনের ঘটনার প্রভাব খেলোয়াড়দের মনে পড়েনি বলেই জানিয়েছেন নিউজিল্যান্ড ফুটবলের প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল, ‘সব খেলোয়াড় আর কর্মকর্তা ঠিক আছে। আজ (রোববার) ভালোভাবে অনুশীলন করেছে।’
প্র্যাগনেল এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করেন। আর এটা কোনোভাবেই নারী বিশ্বকাপ বা নিউজিল্যান্ড দলকে উদ্দেশ্য করে ঘটানো হয়নি বলে উল্লেখ করেন তিনি। এর আগে অকল্যান্ডে বন্ধুকধারীর হামলাকেও বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছিল ফিফা।