ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ের পর এখন ট্রেবল জয়ের সুযোগ পেপ গার্দিওলার সামনে। প্রিমিয়ার লিগের মতো তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতাকে একপেশে বানিয়ে ফেলেছেন এই স্প্যানিশ কোচ। ফুটবলকে রীতিমতো ‘পুতুলনাচের মঞ্চ’ বানিয়ে ফেলা এই কোচই সর্বকালের সেরা কি না, সেই আলোচনাও হচ্ছে এখন। তবে সিটিরই সাবেক মিডফিল্ডার ডিটমার হামান গার্দিওলাকে সর্বকালের সেরা কোচ মানতে রাজি নন। কেন, যুক্তিও দিয়েছেন সাবেক এই জার্মান ফুটবলার।
গার্দিওলা ছয় বছরের মধ্যে পাঁচবার লিগ শিরোপা এনে দিয়েছেন সিটিকে। এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়েও জিতেছিলেন হ্যাটট্রিক লিগ শিরোপা। বার্সার হয়ে আছে দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও। এবার সিটির হয়েও ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পরার সুযোগ আছে গার্দিওলার। সব মিলিয়ে কোচদের তালিকায় গার্দিওলার শ্রেষ্ঠত্বের প্রশ্নটা এসেই যাচ্ছে।
হামানের ভাবনাটা অবশ্য একটু ভিন্ন। সাবেক এই লিভারপুল তারকা বলেছেন, ‘আপনি ভিন্ন যুগের কোচদের মাঝে তুলনা করতে পারেন না। এটা খুবই কঠিন। এখন দলকে চালানো আগের চেয়ে অনেক কঠিন। তখন কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না। একটি বা দুটি দৈনিক পত্রিকা ছিল। সাংবাদিকেরা সপ্তাহে এক বা দুইবার অনুশীলনে আসত। কিন্তু এখন প্রতিদিন আসে। সময় অনেক বদলে গেছে, তাই তুলনা করাও কঠিন।
এ সময় স্যার আলেক্স ফার্গুসনের প্রসঙ্গ টেনে হামান আরও বলেছেন, ‘ফার্গুসন যা করেছে, তা অনন্যসাধারণ। সে লম্বা সময় ধরে ছিল এবং খেলাটাকে বদলে দিয়েছে। আর সে চ্যাম্পিয়নস লিগও জিতেছে, যা কিনা ফুটবলে সবচেয়ে কঠিন কাজ। আপনি যদি জোসে মরিনিও কী করেছে সেটা দেখেন, সে কিন্তু পোর্তোকে নিয়ে উয়েফা কাপ জিতেছে এবং এক বছর পর চ্যাম্পিয়নস লিগ জিতেছে। ইন্টারের হয়ে সে ট্রেবল জিতেছে, আর এখন দুই বছরে দুটি ফাইনাল খেলতে যাচ্ছে।’
কেন গার্দিওলাকে সেরাদের কাতারে রাখতে এত দ্বিধা? জানতে চাইলে হামান বলেছেন, ‘আমি আগেও বলেছি, গার্দিওলা কোচ হিসেবে এমন কিছু করেননি, যা কিনা আগে কেউ করেনি। লুইস এনরিকে এবং ফ্রাঙ্ক রাইকার্ডও নিজেদের প্রথম মৌসুমে বার্সেলোনায় চ্যাম্পিয়নস লিগ জিতেছে। সে সিটিতে এসেছে চ্যাম্পিয়নস লিগ জিততে। সে হয়তো এখন সেটা জিতবে, তাই তর্কটা আর টিকবে না। কিন্তু সর্বকালের সেরা? আমার কাছে সে তা নয়। সে যা করেছে তা দুর্দান্ত। কিন্তু মাঠের বাইরে কী হয়েছে আপনাকে তা–ও দেখতে হবে। দলটিতে অনেক বছর ধরে খেলোয়াড়দের জড়ো করা হয়েছে। কাউকে কাউকে অনেক টাকা খরচ করে আনা হয়েছে। মিউনিখ ও বার্সেলোনাতেও সে ২০ জনের সেরা দল নিয়ে কাজ করেছে।’
গার্দিওলার ফুটবল-দর্শনের অনুরাগীদের অনেকেই মনে করেন তিনি ফুটবলকে বদলে দিয়েছেন। ফুটবলীয় কৌশল হিসেবে তিকি-তাকা আবিষ্কার করে আলোড়ন তুলেছিলেন গার্দিওলা। কিন্তু এরপরও হামানের ভোট পাচ্ছেন এ স্প্যানিশ কোচ, ‘যে ফুটবল সে খেলে, তা দারুণ। কিন্তু বাকিরাও তা করে দেখিয়েছে। সে কি আমার জন্য সেরাদের সেরা? না, সে তা নয়। সে সিটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতলেও তা হবে না। কিন্তু কোচদের মাঝে তুলনা করা কঠিন। আপনি যদি অন্য অনেক ক্লাবে কোচেরা কী করেছে তা দেখেন, তবে দেখবেন গার্দিওলা বার্সেলোনা, সিটি ও মিউনিখে যে অর্থনৈতিক সুবিধা পেয়েছে, তা তারা পায়নি। যে কারণে অন্যদের আমি তার ওপরে রাখব।’