কে জিতবেন এবারের ব্যালন ডি’অর—এমন প্রশ্ন ফুটবল বিশ্বে চলছে পুরস্কারটির জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণার পর থেকেই। রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, আর্লিং হলান্ড...এঁদের নাম ঘুরেফিরে বেশি আসছে। কেউ কেউ এর বাইরেও যাচ্ছেন। এই যেমন তরুণ লামিনে ইয়ামাল বা নিকো উইলিয়ামসদের কথাও বলছেন অনেকে।
কিন্তু বার্সেলোনার স্প্যানিশ তারকা ইয়ামাল ব্যালন ডি’অর জয়ে নিজের কোনো সম্ভাবনাই দেখছেন না। ‘এল হরিমিগুয়েরো’ নামের এক টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকারে ইয়ামাল তাঁর ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।
পাবলো মোতোসকে দেওয়া নিজের প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে ইয়ামাল ব্যালন ডি’অর নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তাঁকে প্রশ্ন করা হয়েছিল—৩০ জনের তালিকায় তো আছেন, আপনার এবারের ব্যালন ডি’অর জয়ের কোনো সম্ভাবনা আছে বলে মনে করেন কি না।
একটু লজ্জা নিয়ে এই প্রশ্নের উত্তর সহজভাবেই দিয়েছেন ইয়ামাল। তিনি বলেছেন, ‘আমরা নিকোর সঙ্গে তালিকায় আছি। প্রথমে তার নাম এসেছে, পরে আমার। আমার ব্যালন ডি’অর জয়ের কোনো সম্ভাবনা নেই।’
বার্সেলোনার হয়ে শুরু থেকেই অসাধারণ খেলতে থাকা ১৭ বছর বয়সী ইয়ামাল মূলত ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন স্পেনের হয়ে সর্বশেষ ইউরোতে দুর্দান্ত খেলে। স্পেনের ২০২৪ ইউরো জয়ে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইয়ামাল।