ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র

‘আরও ভালো করতে হবে’—পেরুকে উড়িয়ে ব্রাজিল কোচ

পিছিয়ে পড়েও চিলির বিপক্ষে ২-১ গোলে জয়। এরপর পেরুকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেয়েছে ব্রাজিল। ব্রাজিল জয় দুটি আবার পেয়েছে এ মুহূর্তে দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই। কত দিন পর টানা দুই ম্যাচ জিতল ব্রাজিল, পেরুকে হারানোর পর এমন প্রশ্নও শোনা গেল অনেকের মুখে।

এমন প্রশ্ন উঠতেই পারে। ব্রাজিল এবারের আগে সর্বশেষ কবে টানা দুই ম্যাচ জিতেছিল, সেটি তো ভুলতে বসার জোগাড়ই হয়েছিল। চিলি-পেরুকে টানা হারানোর আগে ব্রাজিল সর্বশেষ টানা দুই ম্যাচ জিতেছিল ১৩ মাস আগে বিশ্বকাপ বাছাইপর্বেই। ২০২৩ সালের সেপ্টেম্বরের বলিভিয়াকে ৫-১ গোলের হারানোর পর পেরুর বিপক্ষে ১-০ গোলে জিতেছিল ব্রাজিল। এরপর এ মাসে দুই ম্যাচের আগে খেলা ১৪ ম্যাচে টানা জয়ের আর দেখা পায়নি দলটি। এ সময়ে ৪টি ম্যাচ জিতলেও ব্রাজিল হেরেছেও ৪ ম্যাচে, ড্র হয়েছে বাকি ৬টি ম্যাচ। শুধু বিশ্বকাপ বাছাইপর্ব ধরলে পরিসংখ্যানটা আরও খারাপ ছিল। চিলি-পেরু ম্যাচের আগে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আমাদের বুঝতে হবে এ দলটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, আমাদের অনেক কিছুই ঠিক করতে হবে। দলটির পারফরম্যান্স এখনো ওঠানামা করছে। এই ম্যাচের চেয়েও আমাদের ভালো করতে হবে।
দরিভাল জুনিয়র, কোচ, ব্রাজিল
১৩ মাস পর টানা দুই ম্যাচ জিতেছে ব্রাজিল

ব্রাজিলের দুঃখের দিন কি তাহলে শেষ হলো! দলটির কোচ দরিভাল জুনিয়র অবশ্য এখনই এমন কিছু বলতে নারাজ। গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়া কোচ বললেন ঘুরে দাঁড়ানোর কাজ মাত্রই শুরু হয়েছে, এখনো অনেক কাজ বাকি।

পেরুকে হারানোর পর সংবাদ সম্মেলনে দরিভাল বলেন, ‘আমাদের বুঝতে হবে এ দলটা পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, আমাদের অনেক কিছুই ঠিক করতে হবে। দলটির পারফরম্যান্স এখনো ওঠানামা করছে। এই ম্যাচের চেয়েও আমাদের ভালো করতে হবে।’

পেরু ম্যাচে ডাগআউটে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র

টানা দুই ম্যাচ জিতলেও প্রতিপক্ষ ছিল চিলি ও পেরু, দরিভাল সেটি ভালোই মনে রেখেছেন। সামনে যে উরুগুয়ে, কলম্বিয়া ও আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে খেলতে হবে, সেটিই মনে করিয়ে দিলেন দরিভাল, ‘আমাদের কিছু কঠিন ম্যাচ আছে, সেই ম্যাচগুলোর জন্য তৈরি হতে হবে। এখনই যেমন আত্মপ্রসাদে ভোগার কিছু নেই, তেমনি খারাপ সময়েও আমি অত ভেঙে পড়ি না।’

ব্রাজিল আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে। ওই ম্যাচের পাঁচ দিন পর উরুগুয়ের বিপক্ষে খেলা দলটির।