লা লিগায় প্রথমবার হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া
লা লিগায় প্রথমবার হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া

লা লিগা

রাফিনিয়ার হ্যাটট্রিক, ভায়াদোলিদের জালে বার্সেলোনার ৭ গোল

বার্সেলোনা ৭:০ ভায়াদোলিদ

এই বার্সেলোনাকে দেখা যায়নি অনেক দিন।

একের পর এক বল জড়াচ্ছে প্রতিপক্ষের জালে। একেকটার এক সৌন্দর্য। এদিকে গোলে গোলে তৈরি হচ্ছে নতুন রেকর্ড। আজ বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে গোল আর রেকর্ডের এই ছড়াছড়ি দেখিয়েছে হান্সি ফ্লিকের দল। লা লিগার খেলা বার্সেলোনা রিয়াল ভায়াদোলিদকে বিধ্বস্ত করেছে ৭-০ গোলে। রাফিনিয়া করেছেন হ্যাটট্রিক। গোলদাতার খাতায় নাম লিখিয়েছেন রবার্ট লেভানডফস্কি, দানি ওলমো, জুলস কুন্দে আর ফেরান তোরেসও। আর গোল না করলে সহায়তা করে নতুন রেকর্ড গড়েছেন কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল।

ভায়াদোলিদের বিপক্ষে বড় ব্যবধানের জয়ের সুবাদে লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষস্থান সংহত করেছে বার্সেলোনা। প্রথম চার ম্যাচ থেকে বার্সার মতো ১২ পয়েন্ট তোলার সুযোগ নেই আর কোনো দলেরই।

ম্যাচে একের পর এক গোল করা বার্সেলোনা প্রথমবার জাল খুঁজে পায় ২০তম মিনিটে। পাউ কুবারসির কাছ থেকে পাওয়া বলে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। এর চার মিনিট পরই বার্সেলোনাকে দ্বিতীয় গোল এনে দেন লেভানডফস্কি। এই গোল বানিয়ে দেন ইয়ামাল। প্রথমার্ধের বিরতির আগমুহূর্তে রাফিনিয়ার অ্যাসিস্টে কুন্দে করেন তৃতীয় গোল।

গোল না পেলেও দুটি বানিয়ে দিয়েছেন লামিনে ইয়ামাল

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের মুখ খুলতে খানিকটা সময় লেগেছে বার্সার। ৬৪ মিনিটে পেনাল্টি বক্সের জটলার ভেতর লেভানডফস্কির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। আট মিনিট পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেয়ে যান হ্যাটট্রিকের গোলও। মাঠের প্রায় দুই-তৃতীয়াংশ দৌড়ে রাফিনিয়াকে দারুণভাবে বল বাড়িয়ে দেন ইয়ামাল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এটি রাফিনিয়ার প্রথম হ্যাটট্রিক। আর ইয়ামালের এটি লা লিগায় অষ্টম অ্যাসিস্ট। এর মাধ্যমে একটি নতুন রেকর্ড গড়েন ১৭ বছর বয়সী এই কিশোর।

লা লিগায় এখন পর্যন্ত ৪২ ম্যাচ খেলে ১৪টি গোলে (৬ গোল ৮ অ্যাসিস্ট) যুক্ত থেকেছেন ইয়ামাল। একুশ শতকে বয়স ১৮ বছর হওয়ার আগেই এমন কীর্তি আর কারও নেই। ইয়ামাল পেছনে ফেলেছেন বোহান কিরকিচের ১৩ গোলের সংশ্লিষ্টতার রেকর্ড।

বার্সেলোনার ষষ্ঠ গোলটি করেন দানি ওলমো

৫ গোল হয়ে যাওয়ার পর বার্সার খেলোয়াড়দের মধ্যে ততক্ষণে ‘গোলের নেশা’ পেয়ে বসেছে। ৮২ মিনিটে গোলদাতার খাতায় নাম লেখান কিছুদিন আগে বার্সায় নাম লেখানো ওলমো। অ্যাসিস্ট করেন বদলি নামা তোরেস। তিন মিনিট পর গোলদাতা হিসেবে উচ্ছ্বাসের কেন্দ্র হয়ে ওঠেন তোরেসও। রাফিনিয়ার অ্যাসিস্টে করেন নিজের প্রথম এবং দলের সপ্তম গোল। সব মিলিয়ে ম্যাচে ১১টি শট লক্ষ্যে রেখে ৭টিতে গোল আদায় করে নেয় বার্সেলোনা।

কাতালুনিয়ার ক্লাবটি এর আগে ৭ গোলে সর্বশেষ জিতেছিল ২০১৪ সালের মার্চে ওসাসুনার বিপক্ষে। আর লা লিগায় এবারের ৭-০-এর চেয়ে বড় জয় তাদের ২০১৬ সালের এপ্রিলে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৮-০।