ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল

ছবিতে ড্যাফোডিল ও এআইইউবির ফাইনালে ওঠার গল্প

ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে চলছে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আজ ছিল দুটি সেমিফাইনাল।  প্রথমটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এআইইউবির জয় ১-০ গোলে। পরের ম্যাচে স্বাগতিক ড্যাফোডিল ৩-০ গোলে হারিয়েছে ফারইস্টকে। সেমিফাইনাল ম্যাচ দুটির বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রী তানভীর আহাম্মেদ।
এআইইউবির গোলের চেষ্টা, দলকে বাঁচালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোলরক্ষক
পেনাল্টি থেকে এআইইউবির একমাত্র গোলটি করেন ঢাকা মোহামেডানের ফরোয়ার্ড মইনুল ইসলাম। তাঁকে নিয়ে সতীর্থদের উল্লাস।
ম্যাচসেরা হয়েছেন এআইইউবির অধিনায়ক ফয়েজ আহমেদ। তাঁর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি ও ইস্পাহানি গ্রুপের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক ফারহানা আফরীন।
ফাইনালে ওঠার আনন্দ এআইইউবির খেলোয়াড় ও সমর্থকদের
ড্যাফোডিল-ফারইস্ট ম্যাচে স্বাগতিক হওয়ায় ড্যাফোডিলের দিকে সমর্থন ছিল একতরফা। মাঠের চারপাশ ভরে গিয়েছিল স্বাগতিকদের সমর্থকে
ড্যাফোডিলের গোল উদযাপন। প্রায় একতরফা খেলেই জিতেছে স্বাগতিকেরা
গোলের পর ড্যাফোডিলের ফরোয়ার্ড মাহবুবুর রহমান জুয়েলের উদযাপন। জোড়া গোল করে দলকে ফাইনালে তুলেছেন জুয়েল।
দুই গোল করে হয়েছেন ম্যাচসেরা হয়েছেন মাহবুবুর রহমান জুয়েল। তাঁকে পুরস্কার দিচ্ছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি, ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রফেসর সৈয়দ মিজানুর রহমান ও ২০০৩ সালে বাংলাদেশের সাফজয়ী ফুটবলার রোকনুজ্জামান কাঞ্চন।