কয়েক মৌসুম ধরে বেশ কষ্ট করেই কিলিয়ান এমবাপ্পেকে দলে আটকে রেখেছিল পিএসজি। তবে এমবাপ্পেকে ঘিরে পিএসজির তৈরি করা সেই বলয় এবার ভেঙে পড়তে যাচ্ছে। আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার কথা এরই মধ্যে নাকি পিএসজি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন এমবাপ্পে।
শুধু কর্তৃপক্ষকেই নয়, নিজের ক্লাব ছাড়ার খবর সতীর্থদেরও জানিয়ে দিয়েছেন এ ফরাসি ফরোয়ার্ড। এর মধ্যে মার্কা জানিয়েছে, এমবাপ্পে দুই সপ্তাহ আগেই রিয়ালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। ২০১৭ সালে মোনাকো থেকে আসার পর দলটির প্রাণভোমরা হিসেবে খেলে যাচ্ছেন এমবাপ্পে।
এমনকি নেইমার এবং লিওনেল মেসি দলে থাকার সময়ও এমবাপ্পেই ছিলেন পিএসজির সফলতম খেলোয়াড়। এমন একজনকে হারানো পিএসজির জন্য বড় ধাক্কা। তবে সব ভালো কিছুই একসময় শেষ হতে হয়। সে ধারায় শেষ হতে যাচ্ছে পিএসজিতে এমবাপ্পে–অধ্যায়ও। এখন তাই প্যারিসের ক্লাবটি বিকল্প খেলোয়াড়ের সন্ধান শুরু করেছে। যে তালিকায় এরই মধ্যে উঠে এসেছে বেশি কিছু নাম।
এমবাপ্পের বিদায়ের আগেই অবশ্য কিছু তারকা খেলোয়াড়কে নিয়ে এসেছে পিএসজি। যেমন গত দলবদলে উসমান দেম্বেলেকে বার্সেলোনা থেকে নিয়ে এসেছে তারা। যদিও এখন পর্যন্ত প্যারিসের ক্লাবটিতে ধারাবাহিক হতে পারেননি এই ফরাসি। এ ছাড়া ব্রাডলি বারকোলা, রান্দাল কোলো মুয়ানি এবং গনসালো রামোসও আছেন দলটিতে। তবে ইউরোপীয় মঞ্চের সর্বোচ্চ স্তরে লড়াইয়ের জন্য আরও বড় তারকার প্রয়োজন পিএসজির। যে কারণে এখন গ্রীষ্মের দলবদলে তারকা খেলোয়াড়দের দিকে হাত বাড়াতে যাচ্ছে ক্লাবটি।
দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, আগামী দলবদলে তিনটি পজিশনে বিশেষভাবে জোর দিচ্ছে পিএসজি। একজন শীর্ষ সারির স্ট্রাইকার, মিডফিল্ডার এবং সেন্টার ব্যাককে দলে আনতে চায় তারা। তবে তাদের মূল লক্ষ্য যে এমবাপ্পের ঘাটতি পূরণ করা, সেটা সহজেই অনুমেয়।
আক্রমণভাগে এমবাপ্পের বিকল্প হিসেবে পিএসজিতে অগ্রাধিকার পাচ্ছেন ভিক্টর ওসিমেন। গত মৌসুমে নাপোলির ৩৩ বছর পর লিগ শিরোপা জয়ের অন্যতম নায়ক এই নাইজেরিয়ান। ধারাবাহিক সাফল্যের পুরস্কার হিসেবে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়ের মুকুটও জিতেছেন এই স্ট্রাইকার।
তবে এ মৌসুমে নাপোলির সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার জেরে আগামী গ্রীষ্মে তাঁর ক্লাব ছাড়া নিশ্চিত। কদিন আগে ক্লাবের সভাপতি ও মালিক ডি লরেন্তিসও ওসিমেনের ক্লাব ছাড়া নিয়ে কথা বলেছেন। তিনি বলেছিলেন, ‘আমরা জানি, সে হয় রিয়াল মাদ্রিদ, পিএসজি কিংবা ইংল্যান্ডের কোনো ক্লাবে যাবে।’ এখন এমবাপ্পে পিএসজি ছাড়ার পর ওসিমেনের তাঁর জায়গায় আসার জোর সম্ভাবনা তৈরি হয়েছে।
এমবাপ্পের বিকল্প হিসেবে আসছে মোহাম্মদ সালাহর নামও। লিভারপুলের অন্যতম সেরা এই তারকার পিএসজিতে আসার কথা অবশ্য আগেও শোনা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেটা গুজব হিসেবেই থেকে গেছে। এবার অবশ্য সালাহর পিএসজিতে আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ছাড়ার ঘোষণার পরই অনেকে অ্যানফিল্ডে এ মিসরীয় তারকার শেষ দেখে ফেলেছেন।
এর মধ্যে একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যমও গ্রীষ্মে সালাহর ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। লিভারপুলে নিজেকে কিংবদন্তি পর্যায়ে নিয়ে যাওয়া সালাহকে অবশ্য সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদও নাকি নিতে চায়। শেষ পর্যন্ত পিএসজি সালাহর নতুন ঠিকানা হয় কি না, সেটি জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
এ তালিকায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কাস রাশফোর্ডও। এ মৌসুমে ইউনাইটেডে মোটেই নিজের সেরাটা উপহার দিতে পারেননি ইংলিশ ফরোয়ার্ড।
এরপরও তাঁর মান সম্পর্কে সন্দেহ নেই কারও। আর চলতি মৌসুমে তাঁর পড়তি ছন্দের কারণে পিএসজি অল্প টাকাতেও নিয়ে আসতে পারবে তাঁকে। তাই রাশফোর্ডেরও সম্ভাবনা আছে পিএসজিতে এমবাপ্পের বিকল্প হওয়ার। একইভাবে শোনা যাচ্ছে রাফায়েল লিয়াওর নামও। এসি মিলানের এ উইঙ্গার ২৯ ম্যাচে ৭ গোল এবং ৯ অ্যাসিস্ট করেছেন। তবে লিয়াও এমবাপ্পের অভাব মেটাতে পারবেন কি না, সেই প্রশ্নও আছে। এ ছাড়া অন্যদের মধ্যে বার্সেলোনার ফ্রেঙ্কি ডি ইয়ং ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নাম আছে বিকল্পের তালিকায়। এখন শেষ পর্যন্ত এমবাপ্পের বিকল্প হিসেবে কে পিএসজিতে আসেন, সেটাই দেখার অপেক্ষা।