নতুন বছরকে বরণ করে নিতে ‘হ্যাপি নিউ ইয়ারস ইভ’ পার্টিতে মজেছিলেন ইরানের শীর্ষস্তরের কিছু ফুটবলার। দেশটির পুলিশ তা মেনে নিতে পারেনি। পার্টিতে অংশ নেওয়া শীর্ষস্তরের কয়েক ফুটবলারকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করে রেখেছিল ইরানের পুলিশ।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পার্টিতে মদ সরবরাহ করা হয়েছিল, যা ইরানে নিষিদ্ধ। তবে আটক খেলোয়াড়দের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ইরানে ইসলামিক আইনে বিয়ের বাইরে নারী-পুরুষের মেলামেশা ও মদ্যপান নিষিদ্ধ। সামাজিক এমন কিছু শৃঙ্খলার কারণে সাম্প্রতিক সময়ে ইরানে অস্থিরতা চলছে। গত ১৬ সেপ্টেম্বর ইরানের পুলিশি হেফাজতে মারা যান দেশটির তরুণী মাসা আমিনি। ঠিকভাবে হিজাব না পরার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। প্রতিবাদে ইরানে শুরু হয় তুমুল বিক্ষোভ। এ বিক্ষোভে দমন-পীড়ন চালায় ইরানের সরকার। এতে চার শতাধিক নাগরিক মারা যান বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইংরেজি নববর্ষের পার্টিতে মদ্যপান করায় দেশটির শীর্ষস্তরের একটি ক্লাবের বর্তমান ও সাবেক কিছু খেলোয়াড়কে আটক করেছিল পুলিশ। বর্ষবরণ পার্টিটি হয়েছে ইরানের পশ্চিমাঞ্চলে।
প্রতিবেদনে বলা হয়, ‘অ্যালকোহল পান করায় কিছু খেলোয়াড় বেসামাল অবস্থায় ছিলেন।’ ইরানের আরেকটি রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ওয়াইজেসি জানিয়েছে, এ পার্টি ছিল জন্মদিনের উৎসব।
ফুটবলারদের পরে ছেড়ে দেওয়া হলেও একজনকে আটক রাখা হয়েছে। তিনি ফুটবলার নন। এ নিয়ে মামলাও হয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।