ফটো ফিচার

প্যারিসে বার্সার উল্লাস, মাদ্রিদে মাতোয়ারা আতলেতিকো

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের শেষ আটের প্রথম লেগে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল পিএসজি-বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড। প্যারিসে রুদ্ধশ্বাস ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছে বার্সা। আর ঘরের মাঠে বরুসিয়াকে ২-১ গোলে হারিয়েছে আতলেতিকো। এ দুই ম্যাচে মাঠে ও মাঠের বাইরের নির্বাচিত ছবি নিয়ে আয়োজন—
পিএসজি-বার্সা ম্যাচ উপভোগ করতে প্যারিসে হাজির হয়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। খেলোয়াড়ি জীবনে দুই ক্লাবেই খেলেছেন বিশ্বকাপজয়ী এ তারকা
আতলেতিকো মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচের আগে মাদ্রিদের মেট্রোপলিতানো শহরে স্টেডিয়ামের বাইরে এভাবেই জড়ো হয় আতলেতিকোর সমর্থকেরা  
আতলেতিকো সমর্থকেরা গ্যালারিকেও মাতিয়ে রাখে এমন বর্ণিল আয়োজনে
বরুসিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে আতলেতিকোকে এগিয়ে দিয়ে এমন বাধভাঙা উদ্‌যাপনে মেতেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল  
বার্সা কোচ জাভি হার্নান্দেজ ও পিএসজি কোচ লুইস এনরিকে। ম্যাচের পর শেষ হাসি হেসেছেন জাভি  
বার্সার বিপক্ষে ম্যাচজুড়ে নিষ্প্রভ ছিলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। এ ছবি যেন তাঁর পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি
আতলেতিকো-বরুসিয়া ম্যাচের এক পর্যায়ে হেড দিচ্ছেন আতলেতিকোর ফরাসি মিডফিল্ডার আঁতোয়ান গ্রিজমান
বার্সেলোনার বিপক্ষে ম্যাচে পিএসজি সমর্থকেরা বিশালাকার এই তিফো নিয়ে হাজির হয়েছিল
পিএসজি-বার্সা ম্যাচ দেখতে এসেছিলেন ফ্রান্সের ফর্মুলা ওয়ান ড্রাইভার পিয়েরে গাসলে  
পিএসজির বিপক্ষে জোড়া গোল করে বার্সার জয়ে নায়ক রাফিনিয়া। গোলের পর উদ্‌যাপনে এভাবেই হাওয়ায় ভাসলেন এ ব্রাজিলিয়ান
আন্দ্রেস ক্রিস্টিয়েনসেনের গোলের পর এভাবেই উদ্‌যাপন করে বার্সেলোনার সমর্থকেরা