ঝড়ের কারণে স্থগিত এভারটন–লিভারপুল দ্বৈরথ

প্রিমিয়ার লিগে মার্সিসাইড ডার্বিতে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হওয়ার কথা ছিল লিভারপুল ও এভারটনের। নিজেদের মাঠ গুডিসন পার্কে নগরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে আতিথ্য দেওয়ার প্রস্তুতিও সেরে রেখেছিল এভারটন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত করা হয়েছে ম্যাচটি। লিভারপুল ও এভারটন দুই ক্লাবই ম্যাচ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এভারটন জানিয়েছে, আজ গুডিসন পার্কে বিরূপ আবহাওয়ার কারণে মার্সিসাইড ডার্বির ম্যাচটি স্থগিত করা হয়েছে। লিভারপুল জানিয়েছে, ‘আমরা নিশ্চিত করতে পারি যে আজ গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি স্থগিত করা হয়েছে।’

আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ডারা ঝড়ের প্রভাবে মার্সিসাইড এবং তার আশপাশের অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটারের পৌঁছতে পারে। যে কারণে এলাকাটি এখন ব্যাপকভাবে নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। এরই মধ্যে নির্ধারিত বেশ কিছু খেলাও বাতিল করা হয়েছে।

এভারটন-লিভারপুল দ্বৈরথ ছাড়াও চ্যাম্পিয়নশিপে কার্ডিফ-ওয়াটফোর্ড এবং প্লেমাউথ-অক্সফোর্ডের ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। এ ছাড়া স্থগিত করা হয়েছে লিগ ওয়ানে ব্রিস্টল রোভার্স এবং বোল্টন ওয়ান্ডারার্সের ম্যাচও।

অনুশীলনে লিভারপুল দল

প্রিমিয়ার লিগে আপাতত ১৪ ম্যাচে ১১ জয় ২ ড্র ও ১ হারে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। আর্সেনালের পয়েন্টও ২৮। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। লিভারপুলের নগরপ্রতিদ্বন্দ্বী এভারটন ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত ১৫ নম্বরে।