চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল মোহামেডান
চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল মোহামেডান

প্রিমিয়ার লিগ

পয়েন্ট হারিয়েও দ্বিতীয় স্থানে মোহামেডান

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরম্যান্সে হতাশই হতে হয়েছে সমর্থকদের। আগের চার ম্যাচে ৩ জয় আর ১ ড্র নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে (১০ পয়েন্ট) উঠে গিয়েছিল সাদা–কালোরা। কিন্তু আজ চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে সাদামাটা ফুটবল খেলে গোলশূন্য ড্র করেছে মোহামেডান।

ওদিকে গোপালগঞ্জে বসুন্ধরা কিংস আবাহনীকে হারিয়েছে। সব মিলিয়ে প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলে অবস্থানের কোনো বদল ঘটেনি। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে চারবারের লিগ শিরোপাজয়ী কিংস। মোহামেডান ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। মোহামেডানের একটাই সান্ত্বনা হতে পারে, চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর সঙ্গে পয়েন্টের ব্যবধানটা আজ আরও বাড়িয়ে নিয়েছে তারা।

দুই দলই একে অন্যের সীমানায় আক্রমণ চালিয়েছে কিন্তু পরিস্কার সুযোগ তৈরি করতে পারেনি

চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে কয়েকটি সমীকরণই ছিল মোহামেডানের সামনে। গোপালগঞ্জে ঢাকা আবাহনী যদি কিংসকে হারিয়ে দিতে পারত আর ময়মনসিংহে মোহামেডান পারত চট্টগ্রাম আবাহনীকে হারাতে, তাহলে কিংসের সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকতে পারত মোহামেডান।

কিন্তু সব ‘যদি’ তো আর বাস্তব হয় না। চট্টগ্রাম আবাহনীতে অভিজ্ঞ ফুটবলার বেশি। গোলবারে আশরাফুল ইসলাম রানা, রক্ষণে রায়হান হাসান, ইয়াসিন খান, নাসিরউদ্দিন চৌধুরী, মধ্যমাঠে মান্নাফ রাব্বি। তবে সবার ক্ষেত্রেই বয়স একটা বড় ব্যাপার। সে তুলনায় মোহামেডানের লাইনআপ তারুণ্যে মোড়া। কামরুল হাসান, মেহেদী হাসান, শাহরিয়ার ইমন, হাসান মুরাদ, বিদেশিদের মধ্যে মোজাফফরভ। চট্টগ্রাম আবাহনীর অপেক্ষাকৃত বয়সী ফুটবলারদের সঙ্গে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকার সুযোগ মোহামেডানেরই বেশি ছিল। ২১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বের করে দেওয়া হয় মিডফিল্ডার সানোয়ার হোসেনকে। বাকি সময় মোহামেডান খেলেছে ১০ জনে। সাদাকালোদের নিষ্প্রভ পারফরম্যান্সের এটাও একটা কারণ হতে পারে।

নিষ্প্রভ ম্যাচই দেখেছে আজ ময়মনসিংহের দর্শকেরা

কিন্তু মোহামেডানের প্রাণশক্তি হয়ে ওঠা মোজাফফরভ ছিলেন নিষ্প্রভ। মালির সোলেমান দিয়াবাতে সেভাবে ঝলক দেখাতে পারছেন না, ইমানুয়েল টনি কিংবা জাফর ইকবাল বা শাহরিয়ার ইমনদের খুঁজেই পাওয়া যায়নি। উল্টো চট্টগ্রাম আবাহনী মোহামেডানের রক্ষণকে প্রায়ই শঙ্কায় ফেলেছে। তবে এ ম্যাচে গোলের সুযোগ সেভাবে দুই দলের কেউই তৈরি করতে পারেনি। ময়মনসিংহের দর্শকেরা একটা নিষ্প্রভ ম্যাচই দেখেছেন।

মাঠে মোহামেডানের খেলোয়াড়দের মধ্যে একধরনের সমন্বয়হীনতাও দেখা গেছে। মাঝমাঠে এলেই মোজাফফরভ, শাহরিয়ার ইমনরা বল হারিয়েছেন। উজবেক ফুটবলার মোজাফফরভ আগের ম্যাচগুলোয় পরিশ্রমী ফুটবল খেলে অনেক দুর্বলতাই ঢেকে দিয়েছেন, কিন্তু আজ তিনিই ছিলেন নিষ্প্রভ। সোলেমান দিয়াবাতে ওপরেই ছোটাছুটি করেছেন। আরেক বিদেশি, নাইজেরিয়ান ইমানুয়েল সানডে বল পেয়েই এলোমেলো হয়ে গেছেন।

রাজশাহীতে জিতেছে শেখ জামাল

দিনের অন্য খেলাটি হয়েছে রাজশাহীতে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যে। শেখ জামাল জিতেছে ২–০ গোলে। ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা এই ম্যাচে সাজ্জাদ হোসেন করেছেন জোড়া গোল। ৭৩ মিনিটের পর যোগ করা সময়ে সাজ্জাদ পান তাঁর দ্বিতীয় গোলটি। এই জয়ে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে শেখ জামাল। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সব শেষ স্থানে আছে ব্রাদার্স।