স্মারক বুটজোড়া হাতে আর্লিং হলান্ড
স্মারক বুটজোড়া হাতে আর্লিং হলান্ড

৩৫ কেটে ৩৬ লিখে হলান্ডের উদ্‌যাপন

কোথায় থামবেন আর্লিং হলান্ড? কী কী রেকর্ড ভাঙবেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার? ইংলিশ ফুটবলের অভিষেক মৌসুমেই স্বপ্নের মতো শুরুর পর উচ্চারিত হচ্ছে প্রশ্নগুলো।

মৌসুমের শেষ ভাগে এসে মিলতে শুরু করেছে উত্তর। নিজেকে এভারেস্টের উচ্চতায় নিয়ে যাওয়ার পথে ৩ মে প্রিমিয়ার লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন হলান্ড। ছাড়িয়ে গেছেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলকে।

নিজের রেকর্ডটাকে আরও সমৃদ্ধ করার পালায় আরেক ধাপ এগিয়ে গেছেন হলান্ড। কাল এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৩–০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি এসেছে ২২ বছর বয়সী তারকার হেড থেকে। এবারের লিগে এটি ছিল তাঁর ৩৬তম গোল। এ জয়ে শিরোপা ধরে রাখা অনেকটা নিশ্চিত করে ফেলেছে সিটি।

গোলসংখ্যার সঙ্গে মিল রেখে বুটে লেখা সংখ্যাও বদলে ফেলেছেন হলান্ড

শিয়ারার–কোলকে পেছনে ফেলায় কাল এভারটনের মাঠ গুডিসন পার্কে বিশেষ বুট পরে খেলতে নেমেছিলেন হলান্ড, যাতে লেখা ছিল প্রিমিয়ার লিগ মৌসুমে তাঁর গোল সংখ্যা ৩৫। যেটা এক মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড। ৩৯ মিনিটে ইলকাই গুন্দোয়ানের ক্রস থেকে হেডে সংখ্যাটাকে বাড়িয়ে করেন ৩৬।

গোলসংখ্যা বাড়লেই তো আর সঙ্গে সঙ্গে বুটের লেখা পরিবর্তন করা যায় না! হলান্ড তাই ড্রেসিংরুমে ফিরেই মার্কার কলম দিয়ে স্মারক জুতায় নকশা করা ৩৫ কেটে ৩৬ লিখে উদ্‌যাপন করেছেন। সে বুটজোড়ার ছবিটা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ক্যাপশনেও ৩৫ কেটে ৩৬ লিখে মজা পাওয়ার ইমোজি ব্যবহার করেছেন তরুণ স্ট্রাইকার।

হলান্ডের সামনে প্রতিটি ম্যাচ নিজেকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ্য হয়ে আসছে

‘গোল মেশিন’ হলান্ড লিগ মৌসুমের শেষ ৩ ম্যাচেও ছন্দটা ধরে রাখতে পারলে আরও কয়েকবার হয়তো বুটের লেখা কাটাকাটি করতে হবে! সিটির সমর্থকেরাও এটাই দেখতে চাইবেন।