গত মৌসুমে নাপোলির ৩৩ বছর পর শিরোপা পুনরুদ্ধারের অন্যতম নায়ক ছিলেন ভিক্টর ওসিমেন। মৌসুমজুড়ে তাঁর পারফরম্যান্স ছিল মুগ্ধতাজাগানো। এমন পারফরম্যান্সে নাপোলিকে শিরোপা এনে দেওয়ার পাশপাশি আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন ওসিমেন। কিন্তু নতুন মৌসুমে বদলে গেছে চিত্র। বিশেষ করে নাপোলিকে শিরোপা জেতানো কোচ লুসিয়ানো স্পালেত্তি ক্লাব ছাড়ার পর ছন্দ হারিয়েছে ক্লাবটি।
এর মধ্যে নাপোলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েও খবরের শিরোনাম হয়েছেন ওসিমেন। গত সেপ্টেম্বরে বোলোনিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের পর ক্লাবের টিকটক অ্যাকাউন্টে ট্রল করা হয় ওসিমেনকে নিয়ে। পোস্টটি পরে মুছে দিলেও সেটি ভালোভাবে নেননি ওসিমেন। এমনকি নাপোলির জার্সি পরা সব ছবি ও ভিডিও সরিয়ে ফেলেন ওসিমেন। নাপোলি অবশ্য পরে বিবৃতি দিয়ে জানায়, ওসিমেনকে আঘাত করার জন্য তারা এটি করেনি। কিন্তু এ ঘটনায় দুই পক্ষের সম্পর্কে চিড় ধরার বিষয়টি ছিল স্পষ্ট।
সম্প্রতি মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব ছাড়ার বিষয়ে মনস্থির করে ফেলার কথা জানান ২৫ বছর বয়সী ওসিমেন। শুক্রবার নাইজেরিয়ান এ স্ট্রাইকারের ক্লাব ছাড়া নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ক্লাবের সভাপতি ও মালিক ডি লরেন্তিসও। ইতালিয়ান ফুটবল লিগের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বিষয়টি নিয়ে কথা বলেন। গত ডিসেম্বরে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন হলেও ওসিমেনের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘আমরা গত গ্রীষ্ম থেকেই সবকিছু জানি। এ কারণেই তাঁর চুক্তিবৃদ্ধি নিয়ে দর–কষাকষির সময় এতটা লম্বা হয়েছে।’ ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর খবর বলছে, ওসিমেনের রিলিজ ক্লজ ১২ থেকে ১৩ কোটি ইউরো।
চুক্তি নবায়ন হলেও ওসিমেনের ক্লাব ছাড়ার বিষয়টি সব সময় আলোচনার মধ্যেই ছিল। এমনকি সম্ভাব্য গন্তব্য নিয়েও ছিল নানা জল্পনা। ওসিমেনের সম্ভাব্য গন্তব্য নিয়ে লরেন্তিস বলেন, ‘আমরা জানি, সে হয় রিয়াল মাদ্রিদ, পিএসজি কিংবা ইংল্যান্ডের কোনো ক্লাবে যাবে।’ গত মৌসুমে ২৬ গোল করে সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা ছিলেন ওসিমেন। এবার ১৩ ম্যাচে মাত্র ৭ গোল করেছেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।