গোলের পর সতীর্থদের সঙ্গে হইলুন্দের উদ্‌যাপন
গোলের পর সতীর্থদের সঙ্গে হইলুন্দের উদ্‌যাপন

ইউনাইটেডকে জিতিয়ে হইলুন্দ ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ’

ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ এরিক টেন হাগের ভবিষ্যৎ কী? অ্যাস্টন ভিলা ম্যাচের আগে এটাই ছিল ইউনাইটেড–সমর্থকদের প্রশ্ন। এমন প্রশ্ন ওঠাও অস্বাভাবিক ছিল না। অ্যাস্টন ভিলা ম্যাচের আগে বোর্নমাউথ, বায়ার্ন মিউনিখ, লিভারপুল ও ওয়েস্ট হাম—সর্বশেষ ৪ ম্যাচে একটিও গোল করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। হেরেছে তিনটিতেই।

চলতি মৌসুমে বড়দিনের আগেই ইউনাইটেডের হারের সংখ্যা দাঁড়িয়েছিল ১৩। বড়দিনের আগে সর্বশেষ এত বেশি ম্যাচ তারা হেরেছিল ১৯৩০ সালে। এত সব চাপ আপাতত একটু পাশে সরিয়ে রাখতে পারছেন টেন হাগ। কারণ, গতকাল লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও ৩-২ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের জয়ের মূল নায়ক আলেহান্দ্রো গারনাচো। ২১ মিনিটে জন ম্যাকগিন ও ২৬ মিনিটে লেওন্দারের গোলে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। সেখান থেকে দ্বিতীয়ার্ধে দুবার জালে বল পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান গারনাচো। পরে রাসমুস হইলুন্দের গোলে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।

দুই গোল করেছেন গারনাচো

৫৯ মিনিটে ইউনাইটেড প্রথম গোল পায়। ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস রাশফোর্ডের তৈরি করা বলে ডান পায়ের নিচু শটে ব্যবধান কমান ১৯ বছর বয়সী ফরোয়ার্ড গারনাচো। ৭১ মিনিটে পরের গোলটিতে কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছেন গারনাচো।

গারনাচোর জোরালো শট ডিফেন্ডার দিয়েগো কার্লোসের পায়ে লেগে দিক পাল্টে গেলে এমিলিয়ানো মার্তিনেজের কিছু করারই ছিল না। হইলুন্দের গোলটি আসে ৮২ মিনিটে। ফার্নান্দেজের কর্নার থেকে আসা বল ম্যাকগিনের হাঁটুতে লেগে চলে যায় হইলুন্দের পায়ে। এরপর নিখুঁত শটে বল জালে পাঠান ডেনমার্কের তরুণ স্ট্রাইকার। এটি প্রিমিয়ার লিগে তাঁর প্রথম গোল। গোলের খাতা খুলতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে ১০২৬ মিনিট।

১৯৭৮ সালের পর থেকে ‘বক্সিং ডে’ ম্যাচে একবারও না হারার রেকর্ডটি অক্ষুণ্ন রাখল ইউনাইটেড। ১৯ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ষষ্ঠ স্থানে উঠেছে ইউনাইটেড। ১৯ ম্যাচে চতুর্থ হারের পর ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় ভিলা। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ১৮ ম্যাচ খেলা আর্সেনাল।

টেন হাগের মুখের হাসি

জয়ের পর হইলুন্দের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন টেন হাগ। গোলের আগে হইলুন্দকে কী বলেছেন সেটাও জানিয়েছেন, ‘ওর সঙ্গে অনেক কথা হয়েছে। ওকে বলেছি, তুমি ডেনমার্কের হয়ে অনেক গোল করেছ, চ্যাম্পিয়নস লিগে করেছে, তুমি তোমার সামর্থ্য প্রদর্শন করেছে, তুমি পারবে। বিশ্বাস করো, এটা আসবে। প্রথম গোল যেহেতু পেয়ে গেছে, আমি নিশ্চিত আরও অনেক গোল ও পাবে।’

জয়সূচক গোল করে ম্যাচের পর অ্যামাজন প্রাইমে হইলুন্দ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ দাবি করেছেন। এই ড্যানিশ ফুটবলার বলেছেন, ‘এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি, উদ্‌যাপন দেখেও বোঝা যাচ্ছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করি এবং আমরা আজ (গত রাতে) নিজেদের আসল চেহারা আবার দেখিয়েছি।’

স্যার জিম র‍্যাটক্লিফ ইউনাইটেডের ২৫ শতাংশ কিনে নেওয়ার পর এটি ছিল প্রথম ম্যাচ। এ নিয়ে টেন হাগ বলেছেন, ‘আমার মনে হয় তাদের আসা ইতিবাচক। তাদের এই পর্যায়ের খেলাধুলায় অনেক অভিজ্ঞতা আছে। আমাদের লক্ষ্যে পৌঁছাতে তারা সাহায্য করতে পারবে। তারা আমাদের সঙ্গে কাজ করতে চায়, আমরাও চাই।’ দিনের আগের ম্যাচে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে লিভারপুল। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট। গোল করেছেন দারউইন নুনিয়েজ ও দিয়োগো জোতা।