নির্ধারিত সময়ের খেলা শেষ হতে বাকি ৮ মিনিট। এমন সময়েই হঠাৎ নুয়েভো মিরানদিয়া স্টেডিয়ামে বন্ধ হয়ে গেল কাদিজ ও বার্সেলোনার লা লিগা ম্যাচ। কাদিজের অর্ধে গোলের পেছনের গ্যালারিতে কিছু একটা হওয়াতে বন্ধ হয়ে যায় খেলা। কাদিজের বদলি গোলরক্ষক দাভিদ গিল ও মূল গোলরক্ষক লেদেসমাকে হৃদ্রোগের চিকিৎসার প্রাথমিক সরঞ্জাম ডিফিব্রিলেটর নিয়ে যেতে দেখা গেল গ্যালারির সেই অংশে। কোনো এক দর্শক হৃদ্রোগে আক্রান্ত হওয়াতেই বন্ধ হয় খেলা।
দর্শক অসুস্থতার পর দুদলের খেলোয়াড়েরাই চলে গিয়েছিলেন ড্রেসিং রুমে। খেলা আবার শুরু হবে কি না সংশয় ছিল তা নিয়েই। তবে শেষ পর্যন্ত শুরু হয় খেলা। প্রায় ঘণ্টাখানেক বিরতি শেষে আবারও মাঠে গড়ানো সেই ম্যাচে বার্সেলোনা শেষ পর্যন্ত জিতেছে ৪-০ গোলে। খেলা বন্ধ হওয়ার আগেই অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল বার্সা।
কাদিজ গোলরক্ষক লেদেসমার বাধায় প্রথমার্ধে দুবার গোল করার সুযোগ হারানো বার্সা প্রথম গোলটি পায় ৫৫ মিনিটে। ফ্রেঙ্কি ডি ইয়ং বার্সাকে এগিয়ে দেওয়ার ১১ মিনিট ব্যবধানটা দ্বিগুণ করেন রবার্ট লেভানডফস্কি। রাফিনিয়ার ক্রসের দখল নিতে গিয়েছিলেন ডি ইয়ং ও কাদিজের ডিফেন্ডাররা। সেখান থেকে বলটা চলে যায় লেভার কাছে। লা লিগায় পঞ্চম ম্যাচে ষষ্ঠ গোল করতে কষ্ট করতে হয়নি বায়ার্ন ছেড়ে বার্সায় আসা পোলিশ স্ট্রাইকারকে। খেলা আবার শুরু হওয়ার পর বার্সার শেষ দুটি গোল করেন আনসু ফাতি ও উসমান দেম্বেলে।
এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল বার্সেলোনা। রোববার রিয়াল মাদ্রিদ মায়োর্কাকে হারালে পুনরুদ্ধার করবে এক নম্বর জায়গাটা।