মেসি ভেবেচিন্তেই ২০২৬ বিশ্বকাপ না খেলার কথা বলছে, মনে করেন স্কালোনি
মেসি ভেবেচিন্তেই ২০২৬ বিশ্বকাপ না খেলার কথা বলছে, মনে করেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপ

মেসি অযথা কিছু বলে না, বললেন স্কালোনি

লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর শেষ বিশ্বকাপটি খেলে ফেলেছেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ২০২৬ বিশ্বকাপে থাকছেন না। খবরটা মেসিভক্তদের মন খারাপ করিয়ে দেওয়ার মতো হলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মেসি এই সিদ্ধান্ত কেন নিয়েছেন, সেটি বুঝতে পারছেন।

আজ সন্ধ্যায় বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছিলেন মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, স্কালোনি মনে করেন, এই সিদ্ধান্তের পেছনে মেসি বাস্তবতাকে আমলে নিয়েছেন, ‘আমি মনে করি, মেসি খুবই বিচক্ষণ। সে মিথ্যা বলে না। অযথা কিছু বলে না। বাস্তবতা হলো সে অবশ্যই দেখবে, বিশ্বকাপ খেলার মতো অবস্থায় সে আছে কি না। সবকিছু দেখেশুনেই আমরা সিদ্ধান্ত নেব। সেটিই যুক্তিসংগত হবে।’

মেসি কি আসলেই ২০২৬ বিশ্বকাপ খেলবেন না

স্কালোনি এখনই ব্যাপারটা নিয়ে ভেবে সময় নষ্ট করতে চান না, ‘এখনো বিশ্বকাপের অনেক বাকি, আমাদের অনেক কিছু করতে হবে। সুতরাং এসব নিয়ে এখন ভেবে লাভ নেই।’

তবে মেসি ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলেছেন, সেটি স্কালোনির কাছে যুক্তিযুক্তই মনে হয়েছে, ‘সিদ্ধান্তটা সে–ই নিক। সে যা বলেছে, তাতে যুক্তি আছে। আমাদের দেখতে হবে, সে কতটা খেলার অবস্থায় আছে। সে আদৌ খেলতে চায় কি না—সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে জানে, এখন কীভাবে খেলাটা খেলবে। ১০ বছর পর সে কী করবে।’