প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র
প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র

ভিনিসিয়ুস বেশিই উসকানি দেয়, অভিযোগ প্যারাগুয়ে মিডফিল্ডারের

কোপা আমেরিকায় গ্রুপের প্রথম ম্যাচে গোল করতে পারেনি ব্রাজিল, কোস্টারিকার সঙ্গে মাঠ ছেড়েছিল ০-০ সমতায়। শিরোপা জয়ের প্রত্যাশা নিয়ে টুর্নামেন্ট খেলতে আসা দলের এমন পারফরম্যান্সের পর সমালোচকদের অন্যতম লক্ষ্য ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, যিনি ক্লাব ফুটবলে নিয়মিত আলো ছড়ালেও জাতীয় দলে ধারাবাহিক নন।

আজ প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেই সমালোচকদের জবাব দিয়েছেন ভিনিসিয়ুস। ব্রাজিলের ৪-১ ব্যবধানের জয়ে করেছেন জোড়া গোল। তবে এমন ম্যাচের পর নতুন আলোচনায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্যারাগুয়ে মিডফিল্ডার আলেহান্দ্রো রোমেরোর দাবি, মাঠে বেশিই উসকানি দেন ভিনি। তাঁর নিজের খেলায় মনোযোগ দেওয়া উচিত।

গোল করার পাশাপাশি ভিনিসিয়ুসের অন্যতম শক্তি বল ড্রিবলিংয়ে। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের বল নিয়ে কারিকুরি প্রতিপক্ষদের পছন্দ হওয়ার কথা নয়। এ নিয়ে বিভিন্ন সময় মাঠে খোঁচাখুঁচি হতে শুরু করে বর্ণবাদী আচরণের ঘটনাও ঘটেছে অতীতে। প্যারাগুয়ের আলেহান্দ্রো রোমেরো গামারা বলেছেন, প্রতিপক্ষকে উসকে দিতে ভিনিসিয়ুসও কম যান না।

আজ কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচের মিক্সড জোনে রোমেরো বলেন, ‘ভিনিসিয়ুস খুবই ভালো খেলে। তবে মাঝেমধ্যেই সে খুব বেশি উসকানি দেয়। আমি মনে করি, তার নিজের খেলায় মনোযোগী হওয়া দরকার। সে বড় মাপের খেলোয়াড়। সে জানে, ম্যাচে পার্থক্য গড়ে সামর্থ্য আছে তার।’

ভিনিসিয়ুস প্রতিপক্ষকে উসকানোর পাশাপাশি রেফারির কাছেও বারবার অভিযোগ দেন বলে জানান এই প্যারাগুয়ে মিডফিল্ডার, ‘সে যদি এভাবে অভিযোগ দিয়ে যেতে থাকে, কেউ কিছু একটা করে ফেললে তাকে তখন কাঁদতে হবে।’

ব্রাজিল ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বিয়া, ১ পয়েন্ট নিয়ে কোস্টারিকা। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে প্যারাগুয়ের। গ্রুপে ভিনিসিয়ুসদের পরের ম্যাচ ৩ জুলাই, বাংলাদেশ সময় সকাল সাতটায়।