ম্যাচের ৬৯ সেকেন্ডেই গোল খেয়ে বসেছিল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাস বলছে, ম্যাচ শুরুর বাঁশি বাজার পর ব্রাজিল এত দ্রুত সময়ে আর কখনো গোল হজম করেনি। তবে শুরুর এমন ধাক্কার পরও চিলির বিপক্ষে হাসি নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল। ঘরোয়া ক্লাব বোগোফোতোর দুই ফরোয়ার্ড ইগর জেসুস ও লুইজ হেনরিকের গোলে দল জিতেছে ২–১ ব্যবধানে।
বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে তাদেরই মাঠে হারানোর পর ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছেন, সময় দিলে এই দল আগের মতো ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলবে। কিন্তু ব্রাজিলের মানুষ কাজের আগে ফল চান। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে পুরোনো ছন্দে দেখতে সবাইকে আবারও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
গত মাসে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় পাঁচে নেমে গিয়েছিল ব্রাজিল। এ ছাড়া পাঁচবারের বিশ্বকাপজয়ীদের সাম্প্রতিক সময়ের খেলার ধরনও সমর্থকদের পছন্দ হচ্ছিল না। চলতি বছরের শুরুর দিকে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর দরিভাল একাধিকবার দল পুনর্গঠনে সময় দেওয়ার কথা বলেছেন।
আজ চিলির বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনেও করেছেন একই কথার পুনরাবৃত্তি, ‘আমি যখন দলের দায়িত্ব নিই, তখন সবাই দল পুনরুজ্জীবিত করার কথা বলছিল। কিন্তু সেটা কখন ঘটবে, আপনি কিন্তু দ্রুত ফল পাবেন না। আমাদের দেশে কাজের আগে সাফল্য চাওয়া হয়। আর এটা শুধু অভিধানেই পাওয়া যায়। বাস্তবে কখনোই সম্ভব নয়। আমি সবার কাছ থেকে ধৈর্য আশা করি।’
ব্রাজিলের হয়ে আজ যে দুজন গোল করেছেন, তাঁদের একজন জেসুসের আন্তর্জাতিক অভিষেক হয়েছে আজই। আর অপরজন হেনরিকের অভিষেক হয়েছে গত মাসে।
দরিভাল জানান, নতুনদের নিয়ে দল গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন তিনি। এ ক্ষেত্রে পুরোনো খেলোয়াড়দের মধ্যে শুধু দানিলো, মার্কিনিওস, পাকেতা ও রাফিনিয়ার থাকার কথা উল্লেখ করে দরিভাল বলেন, ‘পুনরায় কোনো কিছু গড়ে তোলা সহজ নয়। সর্বশেষ বিশ্বকাপে খেলা মাত্র চারজন খেলোয়াড় আছে এই দলে। এটা মাথায় রাখতে হবে। বিশ্বকাপে যে দল গঠন করা হয়েছিল, সেটা আমাদের নেই। যে কারণে তরুণদের নিয়ে গড়া এই দলের চ্যালেঞ্জ অনেক বেশি। তারা এখন অভিজ্ঞতা নিচ্ছে। এভাবে চলতে থাকলে দুই বছরের মধ্যে আমরা শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারব। তবে আমাদের কঠিন পথ পাড়ি দিতে হবে। কোচ ও খেলোয়াড়দের কাছ থেকে যা চাওয়া হয়, সেটা গড়ে ওঠার পর্যায়ে আছে।’
চিলির বিপক্ষে ৮৯তম মিনিটে গোল করে তিন পয়েন্ট এনে দেওয়া হেনরিকও শুনিয়েছেন আশাবাদের গল্প, ‘ব্রাজিলের প্রতিনিধিত্ব করাটা অনেক বড়। আমরা জানি, যেভাবে চলছে, তা আমরা বদলাতে চাই। আমরা বদল আনব। আমরা শুরুও করেছি। নিজেদের প্রত্যয় আর ভালোবাসা দিয়ে ব্রাজিলের শার্টের জন্য সব সময়ই লড়াই চালিয়ে যাব। কারণ, আমরাই প্রথম দল, যারা বুকের ওপর পাঁচতারকা লাগিয়েছে। নিজেদের মমতা ও ভালোবাসা দিয়ে এটা আমরা রক্ষা করব।’
ব্রাজিল তাদের পরের ম্যাচ খেলবে ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে। এই মুহূর্তে বিশ্বকাপ বাছাইয়ে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চলে চতুর্থ স্থানে আছে ব্রাজিল।