রিয়াল মাদ্রিদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন গত জুনেই। অপেক্ষা ছিল আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ সেই মহাযজ্ঞই অনুষ্ঠিত হলো। কিলিয়ান এমবাপ্পেকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিল রিয়াল মাদ্রিদ। ভরা গ্যালারির সামনে রিয়ালের জার্সিতে মঞ্চে দাঁড়িয়ে কথা বলেন ফরাসি তারকা। এমবাপ্পের মা–বাবা, ফ্রান্স কিংবদন্তি জিনেদিন জিদান ও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ উপস্থিতি ছিলেন এই অনুষ্ঠানে। ছবির গল্পে দেখে নিন সেই অনুষ্ঠানের চুম্বক অংশ—