২০২৪-২৫ মৌসুম থেকে নতুন আঙ্গিকে হবে চ্যাম্পিয়নস লিগ
২০২৪-২৫ মৌসুম থেকে নতুন আঙ্গিকে হবে চ্যাম্পিয়নস লিগ

৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ বাস্তবায়নে ফেডারেশনগুলোকে উয়েফার চিঠি

অনেক দিন ধরে আলোচনায় থাকা ইউরোপিয়ান সুপার লিগ (ইউএসএল) আয়োজনের স্বপ্ন এখনো দেখে আসছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস, লিভারপুলের মতো পরাশক্তি ক্লাবগুলো। ফিফা ও উয়েফা ঘোর বিরোধী হওয়া সত্ত্বেও ‘বিদ্রোহী লিগ’ বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে তারা। কথিত সেই বিদ্রোহী লিগ যেন কোনোভাবেই আলোর মুখ না দেখে, সেটা নিশ্চিত করতেই নতুন আঙ্গিকে চ্যাম্পিয়নস লিগ আয়োজনের ঘোষণা দিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

২০২৪-২৫ মৌসুম থেকে নতুন পরিসরে হবে চ্যাম্পিয়নস লিগ, খবরটা অনেকেরই জানা। গত বছরের মে মাসে ভিয়েনায় সভা শেষে চ্যাম্পিয়নস লিগে আমূল পরিবর্তনের চূড়ান্ত ঘোষণা দেয় উয়েফা কার্যনির্বাহী কমিটি। তখনই নিশ্চিত হয়েছিল, ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ৩২ দল থেকে বেড়ে হবে ৩৬ দলের। থাকবে না কোনো গ্রুপ পর্ব। নতুন কাঠামোয় প্রতিটি দল হোম ও অ্যাওয়ে মিলিয়ে নকআউট পর্বের আগে খেলবে ৮টি করে ম্যাচ।

এবার ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ বাস্তবায়নে ইউরোপীয় দেশগুলোর সব ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে উয়েফা। নতুন কাঠামো অনুযায়ী বাছাই পর্ব টপকে মূল পর্বে খেলার যোগ্যতার মানদণ্ড কী হবে, চিঠিতে সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই ফরম্যাট ২০২৪-২৫ মৌসুম থেকে কার্যকর করার ঘোষণা দেওয়া হলেও এ ব্যাপারে উয়েফা আগে থেকেই সবাইকে স্বচ্ছ ধারণা দিতে চেয়েছে।

বিদ্রোহী লিগের ঘোর বিরোধী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (বাঁয়ে) ও উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন

উয়েফার চিঠিটা ছোট দলগুলোর জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। কারণ, ২০২৪ সাল থেকে প্রতিটি ফেডারেশন নিজেদের শীর্ষ লিগ থেকে সর্বোচ্চ ৫টি ক্লাবের নাম পাঠাতে পারবে। এতে দিনামো জাগরেব, স্লাভিয়া প্রাগের মতো দলগুলোর নিয়মিত চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলার সম্ভাবনা বাড়বে। বাড়তি চার ক্লাবকে কীভাবে বাছাই করা হবে, চিঠিতে সেই ব্যাখ্যাও দিয়েছে উয়েফা।

বাড়তি একটি দল আসতে পারে ইংল্যান্ড থেকে। নতুন নিয়ম এখনই কার্যকর হলে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চারটির জায়গায় খেলবে পাঁচ দল। কারণ, নিয়ম অনুযায়ী যে দেশের ক্লাব বর্তমান চ্যাম্পিয়ন, সে দেশ থেকে বাড়তি একটি দল খেলার সুযোগ পাবে। যেহেতু চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, তাই ২০২৪ সালে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) পাঁচটি ক্লাবকে খেলার অনুমতি দিতে পারবে।

ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হওয়ায় ২০২৪–২৫ মৌসুমে ইংল্যান্ডের পাঁচটি ক্লাবকে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলার সুযোগ দেওয়া হতে পারে

দ্বিতীয় ক্লাব বেছে নেওয়া হবে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। গত পাঁচ বছরের সামগ্রিক হিসাব অনুযায়ী, যে দেশের লিগ উয়েফা র‍্যাঙ্কিংয়ের পাঁচে থাকবে, সে দেশ থেকে বাড়তি ক্লাব যুক্ত হবে।

বাকি দুটি জায়গা থাকছে সব দেশের ক্লাবগুলোর জন্য উন্মুক্ত। অর্থাৎ তাদের দেওয়া হবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। যে দুই ক্লাব আগের মৌসুমে উয়েফা আয়োজিত অন্য দুই ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে সবচেয়ে ভালো খেলেছে, কিন্তু চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারেনি, সেই দুই ক্লাবকে সুযোগ দেওয়া হবে।

নতুন আঙ্গিকে যেমন হবে চ্যাম্পিয়নস লিগ
চার দল বেড়ে ৩৬ দলের আসর
দল বাড়ায় ম্যাচের সংখ্যা বাড়বে ১০০টি (বাছাইপর্বসহ)
দুটি দল পাবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি
থাকবে না গ্রুপ পর্ব
লিগ পর্বেই দেখা যাবে প্লে-অফ
শীর্ষ ৮ দল সরাসরি নকআউট (শেষ ষোলো) পর্বে খেলবে
৯ম থেকে ২৪তম দল দুই লেগের বাছাইপর্ব খেলে শেষ ষোলোতে আসবে
নকআউট পর্বের আগেই এক দেশের একাধিক ক্লাবের মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে
সপ্তাহে দুই দিনের জায়গায় তিন দিন (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) খেলা হবে