দক্ষিণ কোরিয়ান কোচ শিন তাই–অংকে ছাঁটাই করার পর থেকেই তাঁর নামটা শোনা যাচ্ছিল ইন্দোনেশিয়া ফুটবল দলের নতুন কোচ হিসেবে, সেই গুঞ্জনই সত্যি হলো। নেদারল্যান্ডস এবং আয়াক্স ও বার্সেলোনা কিংবদন্তি প্যাটট্রিক ক্লাইভার্টকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)। আজ পিএসএসআই এক বিবৃতিতে জানিয়েছে, ডাচ ফুটবলের কিংবদন্তি ইন্দোনেশিয়ার সঙ্গে ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত চুক্তি করেছেন, মেয়াদ শেষে যা নবায়নের সুযোগও রাখা হয়েছে।
এর আগে ডাচ উপনিবেশ থাকা অবস্থায় ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ নামে ১৯৩৮ বিশ্বকাপে খেললেও স্বাধীনতার পরে এখন পর্যন্ত কোনো বিশ্বকাপে খেলতে পারেনি ইন্দোনেশিয়া। তবে দলটি ২০২৬ বিশ্বকাপে এশিয়া অঞ্চলের বাছাইপর্বে এখনো টিকে আছে। মূলত প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লক্ষ্যেই ক্লাইভার্টকে এই দায়িত্ব দিয়েছে পিএসএসআই। আরও একটা বড় কারণ, ইন্দোনেশিয়ার বর্তমান জাতীয় দলের অনেক খেলোয়াড় ডাচ বংশোদ্ভূত, এর ফলে তাঁদের কাছ থেকে সেরাটা আদায়ের জন্য একজন ডাচ কোচই যথার্থ হবে বলে মনে করেছে ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
২০০৮ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দেওয়া ক্লাইভার্ট নিজের ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছেন মূলত আয়াক্স ও বার্সেলোনায়। নিজের সময়ের সেরা স্ট্রাইকারদের একজন ক্লাইভার্ট ১৯৯৫ সালে আয়াক্সের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, মিলানের বিপক্ষে ওই ফাইনালে একমাত্র গোলটা ছিল সেই সময়ে ১৮ বছর বয়সী ক্লাইভার্টের। বার্সেলোনায় কাটানো ছয় বছরে ব্রাজিল কিংবদন্তি রিভালদোর সঙ্গে দারুণ এক জুটি গড়ে জিতেছিলেন লা লিগা। এই দুই ক্লাবের মধ্যে এক মৌসুম খেলেছেন মিলানেও।
নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে ১৯৯৪ থেকে ২০০৪ পর্যন্ত ৭৯ ম্যাচ খেলে করেছেন ৪০ গোল, জাতীয় দলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি। খেলোয়াড়ি জীবন শেষে ডাচ ক্লাব আলকমারের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন। ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের তখনকার কোচ লুই ফন হালের সহকারী ছিলেন। পরে ক্যামেরুন জাতীয় দলের সহকারী কোচও হন। এর বাইরে পিএসজির ক্রীড়া পরিচালক এবং বার্সেলোনা একাডেমির কোচের দায়িত্বও পালন করেছেন।
আগামী শনিবার ৪৮ বছর বয়সী ক্লাইভার্টের ইন্দোনেশিয়ায় যাওয়ার কথা, পরদিন তাঁকে জাতীয় দলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে পিএসএসআই।
ফিফা র্যাঙ্কিংয়ের ১২৭ নম্বরে থাকা ইন্দোনেশিয়া এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া অঞ্চলে তৃতীয় রাউন্ডে উঠেছে। নিজেদের গ্রুপে ৬ ম্যাচ খেলে ১ জয় ও ৩ ড্রয়ে আপাতত ৬ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে ইন্দোনেশিয়া। গ্রুপে সেরা দুটি দল খেলবে পরের বিশ্বকাপে, তৃতীয় ও চতুর্থ হওয়া দল দুটি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে প্লে–অফ খেলার সুযোগ পাবে।